
		গাজায় গত দুই বছরে কখনো দেখা যায়নি - এমন একটি রাত কাটিয়েছে ফিলিস্তিনিরা। চারপাশে কোনো বোমা হামলা, ড্রোন হামলার শব্দ নেই, কোনো বিস্ফোরণ নেই, সবকিছু কেমন চুপচাপ।
শনিবার (১১ অক্টোবর) গাজা থেকে আল জাজিরার সাংবাদিক হিন্দ খোদারি বলেন, কয়েক মাসের মধ্যে গত রাত ছিল প্রথম রাত, যেখানে ধ্বংসপ্রাপ্ত রাস্তা দিয়ে বিমান হামলা হচ্ছে না, অ্যাম্বুলেন্সের ছোটাছুটি দেখা যাচ্ছে না।
তিনি বলেন, 'আজ রাতে গাজার ওপর দিয়ে যা ঘটছে, তা হলো আশা। কোন ড্রোন নেই। কোন বোমা নেই। আকাশ কমলা দেখা যায়নি। শুধু নীরবতা। এটি প্রায় অদ্ভুত মনে হচ্ছে।'
গত দুই বছরে এমন ঘটনা ছিল নজিরবিহীন। কিন্তু ইসরায়েল এবং হামাসের মধ্যকার শান্তিচুক্তির পর অবরুদ্ধ এই উপত্যকায় কিছুটা স্বস্তি ফিরেছে।
কজন ব্যক্তি আল জাজিরাকে বলেছেন, 'আজ ড্রোনগুলো বন্ধ হয়ে গেছে এবং আর কোনো গুঞ্জন নেই। আমরা নিরাপদ, আমাদের শিশুরা নিরাপদ। আমরা আমাদের ছেলেমেয়েদের সঙ্গে শান্তিতে একত্রিত হয়েছি, এটা ভালো।' দক্ষিণ গাজার জনাকীর্ণ অস্থায়ী শিবিরগুলোতে বারবার বাস্তুচ্যুত হওয়া পরিবারগুলো অবশেষে শান্তির মুহূর্ত খুঁজে পাচ্ছে।
এক নারী আল জাজিরাকে বলেন, গত দুই বছর ধরে আমরা যত যন্ত্রণা এবং যা দেখেছি, তা সত্ত্বেও যুদ্ধবিরতিতে আমি খুশি।
তিনি বলেন, আমাদের ভেতরের ভয় চলে গেছে এবং এখন আমরা আমাদের প্রিয়জন, আমাদের পরিবার, প্রতিবেশী এবং বন্ধুদের দেখতে পাচ্ছি যারা এখনও বেঁচে আছে। আমি সত্যিই খুশি। আজ আমি বাজারে গিয়ে আমার বোনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি তাকে দুই বছর ধরে দেখিনি। তাকে দেখে আমার হৃদয়ে সত্যিকারের আনন্দ অনুভূত হয়েছে।
                    
মন্তব্য করুন