মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আজ বিশ্ব মান দিবস

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৫ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৯ পিএম

আজ বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান উন্নয়ন এবং তা বজায় রাখার গুরুত্ব সচেতনতা তৈরিতে প্রতিবছর ১৪ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এ বছর ৫৬তম মান দিবস পালিত হবে। এ বছরের মান দিবসের প্রতিপাদ্য ‘টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’।

জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সংস্থাটির প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে আলোচনা সভা এবং প্রচারমূলক কার্যক্রম আয়োজন করা হয়েছে।

এছাড়া বিটিআরসি’র সহায়তায় মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে সচেতনতামূলক খুদে বার্তা (এসএমএস) পাঠানো হচ্ছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডও টাঙানো হয়েছে।

বিশ্ব মান দিবস উপলক্ষে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি পালন করবে। এরই অংশ হিসেবে বিএসটিআইর উদ্যোগে প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড লাগানো হয়েছে।

কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএসটিআই’র উদ্যোগে এক আলোচনা সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখবেন বিএসটিআই-এর মহাপরিচালক (গ্রেড-১) এস. এম. ফেরদৌস আলম।

এ বছর বিশ্ব মান দিবসে টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) ১৭ নম্বর লক্ষ্য অংশীদারিত্বকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো অর্থ, প্রযুক্তি, বাণিজ্য, সক্ষমতা বাড়ানো এবং নীতিগত বিষয়ের মতো ক্ষেত্রগুলোতে উন্নত ও উন্নয়নশীল সব দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী