
		প্রত্যেক বছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়। এটি একটি আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধির দিন, যার মূল উদ্দেশ্য হলো মানুষকে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করা।
বিশ্ব হাত ধোয়া দিবস (Global Handwashing Day) প্রথম শুরু হয় ২০০৮ সালে। এই উদ্যোগের নেতৃত্ব দেয় Global Handwashing Partnership (GHP) নামের একটি আন্তর্জাতিক সংগঠন, যেখানে ইউনিসেফ (UNICEF), ওয়ার্ল্ড ব্যাংক, লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন, এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যুক্ত ছিল।
দিবসটি চালু করার উদ্দেশ্য হলো সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসকে বিশ্বব্যাপী জনপ্রিয় করা এবং রোগ প্রতিরোধে এটি একটি সহজ ও কার্যকর পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত করা।
প্রথমবার ১৫ অক্টোবর ২০০৮ সালে দিবসটি উদযাপিত হয়। সে বছর জাতিসংঘ ঘোষণা করে “International Year of Sanitation”। এই উপলক্ষে বিশ্বজুড়ে প্রায় ৭০টিরও বেশি দেশে একসাথে প্রথমবার হাত ধোয়া দিবস পালিত হয়।
বিশ্বজুড়ে লাখো মানুষ, বিশেষ করে শিশু, ডায়রিয়া ও সংক্রামক রোগে মারা যায় শুধুমাত্র সঠিকভাবে হাত না ধোয়ার কারণে। গবেষণায় দেখা গেছে, সাবান দিয়ে হাত ধুলে সংক্রামক রোগের ঝুঁকি ৪০–৫০% পর্যন্ত কমানো যায়।
সাবান ও পরিষ্কার পানি দিয়ে নিয়মিত এবং সঠিকভাবে হাত ধোয়া আমাদের প্রতিদিনের একটি সাধারণ ক্রিয়া হলেও, এটির স্বাস্থ্যগত প্রভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, শ্বাসযন্ত্রের সংক্রমণ ও অন্যান্য সংক্রামক রোগগুলোর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। অনেক দেশে বিশেষ করে শিশুদের মধ্যে স্কুলে, বাড়িতে এবং স্বাস্থ্যসেবায় হাত ধোয়ার অভ্যাসকে উৎসাহিত করার কর্মসূচি সাজানো হয় এই দিনে।
২০২৫ সালের প্রতিপাদ্য বা থিম হল: “Our Future is at Hand – Let’s Move Forward Together.” এই প্রতিপাদ্য মানুষকে স্মরণ করিয়ে দেয় যে— আমাদের ভবিষ্যৎ আমাদের হাতে, অর্থাৎ হাত ধোয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
মন্তব্য করুন