মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:০৮ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১০:২২ পিএম

উগান্ডার একটি প্রধান মহাসড়কে বেশ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। প্রথমে ৬৩ জন নিহতের খবর দিয়েছিলো পুলিশ। পরে এই সংখ্যা কমিয়ে আনা হয়। পুলিশ বলছে, অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন ব্যক্তিদের নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ বুধবার তুরস্কভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির দক্ষিণে অবস্থিত রাজধানী কামপালা ও উত্তরের শহর গুলুর মধ্যে থাকা রাস্তাটি উগান্ডার অন্যতম ব্যস্ত মহাসড়ক। দুর্ঘটনার পর পুলিশ গাড়িচালকদের ‘বিপজ্জনক ও বেপরোয়া ওভারটেকিং’ এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছে। তারা বলেছে এই ওভারটেকিং দেশে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ ।

উগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, সংঘর্ষে জড়ানো একটি বাস একটি লরিকে টপকে অপরদিক থেকে আসা একটি জিপকে টপকানোর চেষ্টা করলে উভয় বাসই মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এর মধ্যে একটি বাস সংঘর্ষ এড়ানোর চেষ্টায় বাঁক নেওয়ার চেষ্টা করলেও কাজ হয়নি, উল্টো এমনভাবে ‘মুখোমুখি ও পাশ ঘেঁষে সংঘর্ষ’ হয় যার ‘চেইন রিঅ্যাকশনে’ অন্য গাড়িগুলোও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও উল্টে যায়।

এ ঘটনায় আহতদের মধ্যে সংঘর্ষে জড়ানো গাড়িগুলোর আরোহীদের বাইরেও কয়েকজন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে পশ্চিমাঞ্চলীয় শহর কিরিয়ানদোঙ্গোর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, জানিয়েছে উগান্ডার সংবাদমাধ্যম মনিটর। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী