মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ভারতে প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টিপাত হবে ২৯ অক্টোবর

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৪:৫০ পিএম

রাজধানী নয়াদিল্লির ভয়াবহ ধোঁয়াশা ও বায়ুদূষণ মোকাবিলায় ভারত সরকার প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টি ঘটাবে।

রাজধানীর ওপর মেঘ বীজায়ন পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছে দেশটি। বৃষ্টিপাতকে উৎসাহিত করতে এবং বাতাস থেকে মারাত্মক ধুলিকণা ধুয়ে ফেলার জন্য বিমান থেকে রাসায়নিক স্প্রে করেছে।

তবে ভারত বৃষ্টিপাত সৃষ্টিতে ঠিক কোন রাসায়নিক ব্যবহার করা হয়েছে, তা এখনও স্পষ্ট করে জানায়নি। ক্লাউড সিডিংয়ে সাধারণ রাসায়নিক যেমন সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড অথবা শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। তরল প্রোপেন গ্যাসও ব্যবহার করা হয়। এ গ্যাস সিলভার আয়োডাইডের চেয়ে বেশি তাপমাত্রায় বরফের স্ফটিক তৈরি করতে পারে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, পরিস্থিতি অনুকূল থাকলে আগামী ২৯ অক্টোবর দিল্লিতে প্রথম কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হবে। নয়াদিল্লি শহর কর্তৃপক্ষ ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুর’-এর সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে শহরের উত্তর বুরারি এলাকায় একটি সেসনা হালকা বিমান ব্যবহার করে পরীক্ষামূলক অভিযান শুরু করে।

দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে বলেন, ‘একটি পরীক্ষামূলক ক্লাউড সিডিংয়ে ফ্লাইট চালানো হয়েছে।’ এটি ছিল পরিকল্পিত পূর্ণাঙ্গ প্রকল্প চালুর আগের প্রাথমিক পরীক্ষা।

নয়াদিল্লি ও এর তিন কোটি জনসংখ্যার বিস্তৃত মহানগর অঞ্চল নিয়মিতভাবে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর মধ্যে স্থান পেয়েছে। প্রতি শীতে তীব্র ধোঁয়াশা আকাশরেখাকে ঢেকে রাখে। শীতল বায়ু দূষণকারী পদার্থগুলোকে মাটির কাছাকাছি আটকে রাখে, যা ফসল পোড়ানো, কারখানা ও ভারী যানবাহন থেকে নির্গমনের ভয়াবহ মিশ্রণ তৈরি করে।

এছাড়াও, পিএম ২.৫-এর মাত্রা রক্তপ্রবাহে প্রবেশ করে ক্যান্সার সৃষ্টিকারী মাইক্রোকণা তৈরি করে। কখনো কখনো জাতিসঙ্ঘের দৈনিক স্বাস্থ্য সীমার ৬০ গুণ পর্যন্ত বেড়ে যায়। হিন্দুদের আলোর উৎসব দীপাবলি উপলক্ষ্যে কয়েকদিন ধরে আতশবাজি চালানোর পর এই সপ্তাহে দূষণ বেড়েছে। ফলে পিএম ২.৫ এর মাত্রা সীমার ৫৬ গুণেরও বেশি হয়েছে।

১৯৪০ সালে কৃত্রিম বৃষ্টিপাত উদ্ভাবিত হয়। বিভিন্ন দেশ খরা দূর করতে ও দাবানলের বিরুদ্ধে লড়াই করতে, এমনকি বিমানবন্দরে কুয়াশা দূর করতে কয়েক দশক ধরে মেঘ তৈরি করে আসছে। ২০০৮ সালে বেইজিংয়ের অলিম্পিক স্টেডিয়ামে বৃষ্টিপাত বন্ধ করার জন্য চীন এটি ব্যবহার করেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী