মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ভেনেজুয়েলার মাদক কারখানায় হামলার পরিকল্পনা ট্রাম্পের

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:০৭ এএম

ডোনাল্ড ট্রাম্প এবার ভেনেজুয়েলার অভ্যন্তরে থাকা কোকেন তৈরির কারখানা এবং মাদক পাচারের রুটগুলোতে হামলার পরিকল্পনা বিবেচনা করে দেখছেন। তবে এই পরিকল্পনা নিয়ে তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে তিনজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন।

শুক্রবার পরিস্থিতির বাহ্যিক লক্ষণ বড় ধরনের সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইউরোপে মোতায়েন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপটিকে ক্যারিবীয় অঞ্চলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে ওই অঞ্চলে বিপুলসংখ্যক মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ট্রাম্প সিআইএকে ভেনেজুয়েলায় গোপন সামরিক অভিযান চালানোর অনুমতি দিয়েছেন।

ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন প্রশাসন সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা বন্ধ করে দিলেও সে দেশ থেকে মাদকের প্রবাহ বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ করেননি। ভেনেজুয়েলা কোকেনের অন্যতম উৎপত্তিস্থল নয়। তবু ট্রাম্প প্রশাসন মাদুরোকে মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত করার জোর চেষ্টা চালাচ্ছে।

এক কর্মকর্তা সিএনএনকে বলেন, ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক কারখানাকে নিশানা করে সামরিক অভিযান পরিচালনার লক্ষ্যে কিছু পরিকল্পনা প্রেসিডেন্টের বিবেচনায় রয়েছে। তবে তিনি কূটনৈতিক আলোচনাকে বাতিল করে দেননি।

আলোচনায় সরাসরি যুক্ত দ্বিতীয় এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্টের কাছে অনেক প্রস্তাব পেশ করা হয়েছে। তৃতীয় এক কর্মকর্তা বলেন, সরকারি পর্যায়ে পরিকল্পনা চলছে। তবে সর্বোচ্চ স্তরে আপাতত ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদকের আস্তানায় আঘাত হানার দিকেই মনোযোগ বেশি।

বেশ কিছুদিন ধরে ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে স্থলভাগে সম্ভাব্য হামলার বিষয়ে কঠোর কঠোর বক্তব্য দিচ্ছেন। মার্কিন সামরিক বাহিনীও আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌকাগুলোতে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।

হেগসেথের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত রাতে ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারকারী একটি নৌকায় হামলায় ছয়জন নিহত হয়েছেন। গত মাসে মার্কিন অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ১০টি নৌযানে হামলা চালানো হয়েছে, এতে নিহত হয়েছেন ৪৩ জন।

সিএনএন আগে এক প্রতিবেদনে জানিয়েছিল, মাদুরোকে দুর্বল করার বৃহত্তর কৌশলের অংশ হিসেবে ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরেও হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন। ট্রাম্প নিজে প্রকাশ্যে স্থলভাগে সামরিক অভিযান নিয়ে কথা বলেছেন। তবে প্রেসিডেন্ট স্পষ্ট করেননি, এর পরিণতি কী হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন, মাদকের ‘রুটগুলোতে’ হয়তো হামলা চালানো হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী