রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

শারজাহ-হায়দরাবাদ ইন্ডিগো ফ্লাইট মুম্বাইয়ে জরুরি অবতরণ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম

হায়দরাবাদমুখী ইন্ডিগোর আরেকটি ফ্লাইটে বোমার হুমকি পাওয়া গেছে। শারজাহ থেকে উড়াল দেওয়া বিমানটি মাঝআকাশে হুমকি শনাক্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে মুম্বাইয়ে নামানো হয়। বৃহস্পতিবার কয়েক ঘণ্টা আগে মদিনা-হায়দরাবাদ ইন্ডিগো ফ্লাইটেও একই ধরনের বোমা হামলার হুমকি পাওয়া যায়। ওই বিমানটি জরুরি অবতরণ করে আহমদাবাদে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শারজাহ থেকে হায়দরাবাদগামী বিমানটি মাঝপথে রুট পরিবর্তন করে মুম্বাইয়ে অবতরণ করে। হুমকি পাওয়ার পরই পাইলট জরুরি সিদ্ধান্ত নেন। দিনের শুরুতে মদিনা-হায়দরাবাদ ফ্লাইটে বোমা থাকার ইমেইল আসে। সেখানে বলা হয়, বিমানটি যদি হায়দরাবাদে নামতে দেওয়া হয়, তবে তা বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হবে। হুমকি পাওয়ার পর বিমানটি আহমদাবাদে নামিয়ে বিচ্ছিন্ন স্থানে নেয়া হয় এবং তল্লাশি চালানো হয়।

আহমদাবাদ জোন-৪ এর উপ-পুলিশ কমিশনার অতুল বানসাল জানান, ইমেইল পাওয়ার পরই জরুরি পদক্ষেপ নেয়া হয়। বিমানটিতে ১৮০ জনের বেশি যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এদিকে ইন্ডিগো ইতোমধ্যেই নজরদারিতে রয়েছে। নতুন ক্রু রোস্টারিং নিয়মের কারণে প্রতিষ্ঠানটি ব্যাপক সঙ্কটে পড়েছে। বৃহস্পতিবার ভারতে ৩০০-র বেশি ইন্ডিগো ফ্লাইট বাতিল হয়। হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, শুধু দিল্লি থেকেই ৩৩টি, হায়দরাবাদ থেকে ৬৮টি, মুম্বাই থেকে ৮৫টি এবং বেঙ্গালুরু থেকে ৭৩টি ফ্লাইট বাতিল করা হয়। আগের দিনও বিভিন্ন বিমানবন্দরে একই পরিস্থিতি দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ-চীন নিয়ে জোট করতে চায় পাকিস্তান
ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ-চীন নিয়ে জোট করতে চায় পাকিস্তান
মুর্শিদাবাদে আজ 'বাবরি মসজিদের' ভিত্তিপ্রস্তর স্থাপন
মুর্শিদাবাদে আজ 'বাবরি মসজিদের' ভিত্তিপ্রস্তর স্থাপন
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
‘ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ জরুরি’
‘ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ জরুরি’