মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, থাকছে বিদেশ ভ্রমণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পিএম

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি খুঁজছে নতুনদের। `মেডিকেল প্রমোশন অফিসার পদে' লোকবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। ওই পদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি (যেকোনো বিষয়ে), তবে এইচএসসি-র বিষয় বিজ্ঞান হতে হবে।

অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই ভালো যোগাযোগ দক্ষতা

চাকরির অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরণ: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ বিমা, বিক্রয় প্রণোদনা, বিদেশ ভ্রমণ

আবেদনের পদ্ধতি : সিভি পাঠিয়ে নয়, বরং সরাসরি ওয়াক-ইন সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী বাছাই হবে। আগ্রহী প্রার্থীদের উল্লিখিত তারিখে নিম্নলিখিত স্থানে অনুষ্ঠিত সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে জানানো হচ্ছে-

যাকিছু সাথে আনতে হবে:

জীবনবৃত্তান্ত

সদ্য তোলা দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি

জাতীয় পরিচয়পত্র (মূল এবং ফটোকপি)

সকল শিক্ষাগত সনদ এবং নম্বরপত্র (মূল এবং ফটোকপি)

তারিখ: ০৫ সেপ্টেম্বর (শুক্রবার) ২০২৫, সকাল ৮:৩০ থেকে দুপুর ১২টার মধ্যে

বগুড়া: হোরিগাড়ি মোড়, তেলিপুকুর ছোট বেলাইল, হোল্ডিং নং: ১৫৯৪, ওয়ার্ড নং: ১৪, বগুড়া সদর, বগুড়া-৫৮০০

চট্টগ্রাম: বাড়ি নং ৩৫/সি বায়েজিদ বোস্তামী রোড, নাসিরাবাদ শিল্প এলাকা, (টেক্সটাইল মোড়) চট্টগ্রাম-৪০০০

ঢাকা: স্কোয়ার সেন্টার, ৪৮ মহাখালী সি/এ, ঢাকা-১২১২

হবিগঞ্জ: স্কয়ার ডেনিমস লিমিটেড, অলিপুর, শাহাজীবাজার, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ

যশোর: নড়াইল রোড, জুমজুমপুর, যশোর-৭৪০০

ময়মনসিংহ: সাহেব কোয়ার্টার, হোল্ডিং-৫/এ/৪ ও ৫/এ/৫, কাঞ্চিঝুলি, ময়মনসিংহ-২২০০

রাজশাহী: হোল্ডিং # ১২৫/৭, মুথুরডাঙ্গা (কয়েরদারা খ্রিস্টান পাড়া), পো: ক্যান্টনমেন্ট, PS: বোয়ালিয়া, সপুরা, রাজশাহী-৬২০২

রংপুর: ৭৫, দক্ষিণ গুপ্ত পাড়া, কামিনী কুটির সাব পোস্ট অফিস, রংপুর-৫৪০

বিস্তারিত জানতে bdjobs দেখুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দিচ্ছে ন্যাশনাল প্লাষ্টিক
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দিচ্ছে ন্যাশনাল প্লাষ্টিক
মেঘনা গ্রুপে রিজিওনাল ম্যানেজার পদে নিয়োগ
মেঘনা গ্রুপে রিজিওনাল ম্যানেজার পদে নিয়োগ
বাংলাদেশ কৃষি ব্যাংকে বিশাল নিয়োগ
বাংলাদেশ কৃষি ব্যাংকে বিশাল নিয়োগ
১২৮৯ জনকে নিয়োগ দেবে কৃষি ব্যাংক, চলছে আবেদন
১২৮৯ জনকে নিয়োগ দেবে কৃষি ব্যাংক, চলছে আবেদন