মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

১ লাখ ৮৫ হাজার মূল বেতনে নিয়োগ দেবে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পিএম

বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) কর্মী রেক্টর পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের বিবরণ—

পদের নাম: রেক্টর

পদসংখ্যা: অনির্ধারিত

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

শিক্ষাগত যোগ্যতা: প্রকৌশলে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক বা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতা: প্রথম শ্রেণির পদ বা সপ্তম গ্রেড বা সমতুল্য পদ থেকে শুরু করে ন্যূনতম ২৫ বছরের কৃতিত্বপূর্ণ চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষত সংশ্লিষ্ট ক্ষেত্রের প্রশিক্ষণ ও পাওয়ার সেক্টরে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: ন্যূনতম ৫৫ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছর। তবে উপযুক্ত প্রার্থীর ক্ষেত্রে বোর্ড বয়স শিথিল করতে পারে।

বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক মূল বেতন ১ লাখ ৮৫ হাজার টাকা। মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া ও কর্তৃপক্ষের প্রদত্ত আনুষঙ্গিক সুবিধা দেওয়া হবে।

আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৫

আবেদনপ্রক্রিয়া

  • আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট সব অভিজ্ঞতা, প্রয়োজনীয় অন্যান্য তথ্যসংবলিত বায়োডাটাসহ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
  • আবেদনপত্রের সঙ্গে দুই কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
  • সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা বা কোম্পানিতে কর্মরত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা—

পরিচালক (প্রশাসন ও অর্থ), বিপিএমআই, প্লট-২, সড়ক-৪, পূর্বাচল নতুন শহর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দিচ্ছে ন্যাশনাল প্লাষ্টিক
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দিচ্ছে ন্যাশনাল প্লাষ্টিক
মেঘনা গ্রুপে রিজিওনাল ম্যানেজার পদে নিয়োগ
মেঘনা গ্রুপে রিজিওনাল ম্যানেজার পদে নিয়োগ
বাংলাদেশ কৃষি ব্যাংকে বিশাল নিয়োগ
বাংলাদেশ কৃষি ব্যাংকে বিশাল নিয়োগ
১২৮৯ জনকে নিয়োগ দেবে কৃষি ব্যাংক, চলছে আবেদন
১২৮৯ জনকে নিয়োগ দেবে কৃষি ব্যাংক, চলছে আবেদন