
		কুয়াকাটা সংবাদদাতা: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও দেওয়ানি আদালতের বিচারিক কাজ চলছে একটি ভাড়া ভবনে। গত আট বছরে দুই বার স্থান পরিবর্তন করলেও ভবনের কক্ষগুলো অফিসিয়াল ব্যবস্থাপনা উপযোগী না হওয়ায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজের মান ও গতি। আদালত ভবনের জায়গা নির্ধারণ করা হলেও ভবন নির্মাণ নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
২০১৬ সালে আদালত ভবন পরিত্যক্ত ঘোষণার পর ভাড়া ভবনে চলছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ফৌজদারী ও দেওয়ানি আদালতের বিচারিক কার্যক্রম। ভবনের কক্ষগুলো অফিসিয়াল কাজের উপযোগী না হওয়ায় নথিসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষণ ও রক্ষণাবক্ষেণ করতে বেগ পেতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের। মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। জমিজমা সংক্রান্ত মামলা দিনদিন বৃদ্ধি পাওয়ায় নথি সংরক্ষণে জায়গার সংকটে পড়ছে এ দু’টি আদালত।
এছাড়া বসার জায়গা না থাকায় প্রতিদিন হাজিরা দিতে আসা বিচার প্রার্থীদের ভোগান্তির শিকার হতে হয়। লোকজনের ভিড়ে দেখা দেয় অনেক বাধা বিপত্তি।
কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মোঃ নাসির উদ্দিন খন্দকার জানান, এমন অবস্থায় বিচারকাজ করতে বেশ চাপের মধ্যে থাকতে হয় তাদের।
তবে, আগামী বছরের মাঝমাঝি সময়ে ভবনের কাজ শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন কলাপাড়ার সহকারী জজ আদালতের এজিপিমোঃ মেহেদী হাসান রুবেল ।
মন্তব্য করুন