মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মা-বাবার বিরুদ্ধে সন্তানের মামলা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৮:৪২ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৫:১৭ পিএম

অতি সম্প্রতি বাবা-মার বিরুদ্ধে এক মেয়ের মামলার ঘটনা সারা দেশে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনায় স্পষ্ট হয়েছে সমাজে মূল্যবোধের অবক্ষয়ের কারণে আজ সন্তানরা হয়ে উঠছে দায়িত্বজ্ঞানহীন।ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ এ ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করে একটি হৃদয়স্পর্শী পোস্ট দিয়েছেন।

শায়খ আহমাদুল্লাহ ফেসবুক পোস্টে লিখেছেন- ‘এই বৃষ্টিভেজা দিনে ইংলিশ মিডিয়াম পড়ুয়া সেই মেয়েটির বাবা-মায়ের কথা ভাবছি। যারা সারাজীবন মেয়েটির সুখ-স্বপ্ন দেখেছেন, আজ সেই মেয়েই তাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছে!’তিনি আরও লিখেছেন, ‘ছোটবেলায় মেয়েটির জ্বর হলে রাত জেগে বাবা-মা যে সেবা করতেন, যে ভালোবাসা দিতেন, আজ সেই মেয়েই তাদেরকে সবার সামনে ‘ক্রিমিনাল’ বলছে! এ কী নির্মম পরিণতি!’

শায়খ আহমাদুল্লাহ সতর্ক করে দিয়েছেন, আমরা সন্তানদের শুধু ইংরেজি আর ক্যারিয়ার শেখাচ্ছি, কিন্তু মানবিক মূল্যবোধ শেখাচ্ছি না। ফলাফল? সন্তানরা বাবা-মাকেই শত্রু ভাবছে!’

শায়খ এই পোস্টে অভিভাবকদের সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেয়ার উপর জোর দিয়েছেন। পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়েছে। অনেকেই এটিকে ‘বর্তমান সময়ের জন্য প্রয়োজনীয় বার্তা’ বলে অভিহিত করেছেন।

শায়খ আহমাদুল্লাহ শেষ করেছেন একটি সতর্কবার্তা দিয়ে- ‘আজ যদি আমরা সন্তানদের সঠিক শিক্ষা না দেই, আগামীকাল আমাদেরই লজ্জিত হতে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু
হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
হানিফ ও ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
হানিফ ও ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ