
		আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারকে যেভাবে বলা হয়েছিলো ‘নেভার এগেইন, বাংলাদেশেও এই বিচারের মাধ্যমে আমরা চাই ফ্যাসিস্ট শাসনের যেন আর আগমন না ঘটে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আছাদুজ্জামান কামাল, চৌধুরী মামুনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন। ন্যায় বিচার করা হোক যাতে শহিদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের শোক কিছুটা লাঘব হয়।
এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রথম দিনের সাক্ষ্যে শেখ হাসিনার ‘ফ্যাসিস্ট হয়ে ওঠা’ ও বিচার বিভাগ ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার নানা কৌশল তুলে ধরেন তিনি। আজকের সাক্ষ্য শেষে তাকে জেরা করবেন শেখ হাসিনার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এরপর ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় গত ১৯ জুলাই রাজধানীর রামপুরায় শিক্ষার্থী আমির হোসেনকে গুলি করে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনালে এ মামলার গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী সময় চাইলে আদালত বৃহস্পতিবার নতুন দিন ধার্য করেন।
মামলায় আসামি করা হয়েছে ডিএমপির পলাতক সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনকে। তারা সবাই তৎকালীন পুলিশ কর্মকর্তা। অপর আসামিরা হলেন- ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ভূঁইয়া।
মন্তব্য করুন