মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আবরার ফাহাদ হত্যার ৬ বছরেও কার্যকর হয়নি রায়

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১১:১৩ এএম

ছয় বছরেও চূড়ান্ত নিস্পত্তি হয়নি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার। বিচারিক আদালত ও হাইকোর্টের রায়ের পর এখনো শুরু হয়নি আপিল বিভাগের কার্যক্রম। এমনটাই জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। মামলা দ্রুত নিস্পত্তি করে দোষীদের শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন নিহত আবরারের বাবা।

বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ কক্ষে থাকতেন আবরার ফাহাদ। ঠিক তার উপরেই ২০১১ নাম্বার কক্ষ। যেখান থেকে আবরারের রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করা হয়। ২০১৯ সালের ৭ অক্টোবর এই কক্ষেই পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে।

পরে সিঁড়িতে লাশ ফেলে চলে যায় হত্যাকারীরা। সন্তান হত্যার ঘটনায় তৎকালীন বুয়েট ছাত্রলীগের ২৫ নেতাকর্মীর নামে হত্যা মামলা দায়ের করেন আবরারের বাবা।

প্রায় দুই বছর পর মামলায় রায়ে ২৫ আসামির মধ্যে ২০ জনের মৃত্যুদণ্ড ও বাকীদের যাবজ্জীবন সাজা দেন বিচারিক আদালত। চলতি বছরের মার্চে দেয়া হাইকোর্টের রায়েও বহাল থাকে বিচারিক আদালতের আদেশ। এরপর হাইেকার্টর রায়ের বিরুদ্ধে আপিল করে বেশ কয়েকজন আসামি। দুই রায়ে বেশ কিছু ত্রুটি আছে বলে দাবি করেন আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। তবে আসামিপক্ষের আপিল দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানায় রাষ্ট্রপক্ষ।

মামলার চূড়ান্ত নিস্পত্তি নিয়ে আক্ষেপ আছে বাদি ও আবরারের বাবা বরকত উল্লাহর। তিনি বলেন তারা এখনও নিরাপত্তা সংকটে আছেন। তাই রাষ্ট্রের উচিত এই মামলা নিষ্পত্তি করা এবং তাদের নিরাপত্তার বিষয়ে নজর দেয়া।

এদিকে, এমন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে তাতে অপরাধীরা লাভবান হয় বলে মত সমাজ বিশ্লেষকদের। আবরার ফাহাদের স্মৃতি ধরে রাখতে উদ্যোগ নিয়েছে বুয়েটের শেরেবাংলা হল প্রশাসন। হল প্রাঙ্গনে নির্মান করা হয়েছে আবরার স্মৃতিফলক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু
হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
হানিফ ও ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
হানিফ ও ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ