
		শাহজাহান হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ চারজনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে এই আদেশ দেন বিচারক।
বনানী থানার এই মামলায় এজহারনামীয় আসামি হিসেবে গ্রেফতারদের মধ্যে রয়েছেন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন ও সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের এই হত্যাকাণ্ডে আসামিরা সরাসরি জড়িত ছিলেন। গেল বছরের ১৯ জুলাই রাজধানীর মহাখালীতে আন্দোলনে বুকে, নাভীর নিচে ও ডান হাতে গুলিবিদ্ধ হন শাহজাহান। পরে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।
মন্তব্য করুন