মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

শীতে পানি ছাড়াই ময়লা কম্বল পরিষ্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০১:৩৩ পিএম

অনলাইন ডেস্ক: শীতকালে টানা ব্যবহারে লেপ বা কম্বলে ময়লা জমে দুর্গন্ধ হয়ে যায়। ফলে এ সময় ভারী লেপ-কম্বল ধুয়ে পরিষ্কার করাটা সহজ বিষয় নয়। অন্যদিকে পরিষ্কার না করলেও লেপ বা কম্বলে ব্যবহারও করা যায় না। তবে পানি ছাড়াই কিছু উপায় অবলম্বন করে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

চলুন জেনে নেই কিভাবে সহযেই পানি ছাড়া ময়লা কম্বল পরিষ্কার করা সম্ভব :

ভ্যাকুয়াম ক্লিনার: শীতে অত্যধিক ব্যবহৃত কম্বল প্রায়ই খুব নোংরা হয়ে যায়। যা অনেক সময় পরিষ্কার করা কষ্টসাধ্য। তবে এর জন্য ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন। এটি দিয়ে নোংরা কম্বল সহজেই পরিষ্কার করা যায়। এর মাধ্যমে ধুলো সহজেই পরিষ্কার হয়ে যায়। এর জন্য খুব বেশি পরিশ্রমেরও প্রয়োজন হয় না।

ক্লিনিং স্প্রে: শীতকালে নোংরা কম্বল ধোয়ার জন্য বাজার থেকে ক্লিনিং স্প্রেও কিনে নিতে পারেন। নোংরা কম্বল পানি ব্যবহার না করেই ক্লিনিং স্প্রে দিয়ে সহজেই পরিষ্কার করা যায়। পাশাপাশি শুকাতেও কোনো ঝামেলা পোহাতে হয় না। আর এতে পরিশ্রমও কম হবে।

রোদে দিয়ে পরিষ্কার: যদি কোনোভাবেই কম্বল পরিষ্কার করতে না পারেন, তাহলে সবচেয়ে সহজ উপায় হলো দঁড়িতে ঝাঁকিয়ে পরিষ্কার করা। এত করে কম্বলের মধ্যে লুকিয়ে থাকা ময়লা বা ধুলাবালি খুব সহজেই বের করে ফেলতে পারবেন। কম্বলগুলোও পরিষ্কার করা যেতে পারে এই কৌশলের সাহায্যে।

বেকিং সোডা ও শ্যাম্পু: বেকিং সোডা ও শ্যাম্পু ব্যবহারেও কম্বলের ময়লা দূর হবে। কমফোর্ট ব্যবহারে সুগন্ধ থাকবে এবং স্যাভলন ব্যবহারে জীবাণু মুক্ত হবে কম্বল। প্রথমে হালকা গরম পানিতে এসব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। কম্বলে ব্রেকিং সোডা ছডিয়ে দেওয়ার পর ভালো করে ঝেড়ে ফেলুন। পানিতে উপকরণ মেশানো হলে পরিষ্কার তোয়ালে ভিজিয়ে পানি নিংড়ে নিন। তারপর কম্বলটি একটি সমান জায়গায় পেতে তার ওপর ভিজে তোয়ালে এদিক ওদিক করে টেনে পরিষ্কার করে নিন।

বেকিং সোডা: শীতকালে কম্বল পরিষ্কার করার জন্য বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে । কম্বলের ওপর বেকিং সোডা ছিটিয়ে ৩০ থেকে ৪০ মিনিট রেখে এরপর ব্রাশ দিয়ে আলতো করে কম্বল পরিষ্কার করলে কম্বলের চকচকে ভাব ও সতেজতা বজায় রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
যেভাবে আয়নার দাগ দূর করবেন
যেভাবে আয়নার দাগ দূর করবেন
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা