
		সময় কি কেবলই এগিয়ে চলে? নাকি কোনো নির্দিষ্ট চক্রে তা পুনরাবৃত্তি হয়? ২০২৫ সালের ক্যালেন্ডার যেন সেই চিরাচরিত ধারণাকে প্রশ্নবিদ্ধ করে—কারণ ১৯৪১ সালের প্রতিটি দিন, তারিখ ও বার হুবহু ফিরে এসেছে ২০২৫-এ।
১৯৪১ সালের ১ জানুয়ারি ছিল বুধবার। আশ্চর্যজনকভাবে ২০২৫ সালের ১ জানুয়ারিও পড়েছে বুধবারে। শুধু বছরের প্রথম দিন নয়—সারা বছরের তারিখ, বার এবং মাসের বিন্যাস একদম একই। ফলে বলা যায়, ২০২৫ সালের দিনপঞ্জি আসলে একপ্রকার ১৯৪১ সালের ‘টাইম ট্র্যাভেল’। সাধারণত আমাদের ব্যবহৃত গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের একটি চক্র রয়েছে। নির্দিষ্ট সময় পরপর এই ক্যালেন্ডার বছরের দিন ও বার অনুযায়ী পুনরাবৃত্তি হয়। প্রতি ৬, ১১, ২৮, ৪০ বা ৮৪ বছর পর পর এমন ঘটনা ঘটে। দুটি বছরই হয় সাধারণ বছর অথবা লিপ ইয়ার এবং একই দিনে শুরু ও শেষ হওয়ায় তাদের ক্যালেন্ডার পুরোপুরি মিলে যায়। তবে এই মিল শুধু সংখ্যার খেলা নয়, এর মাঝে রয়েছে ঘটনার গভীরতাও। ১৯৪১ সাল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময়, যখন পৃথিবী ছিল বিশৃঙ্খলার মাঝে। আজ ২০২৫—এ দাঁড়িয়েও আমরা একই যুদ্ধ-বিগ্রহ ও ভূ-রাজনীতির জটিল সমীকরণে জর্জরিত। সময় বদলেছে, প্রেক্ষাপটও ভিন্ন—কিন্তু ক্যালেন্ডারের পাতায় দিনগুলো যেন ফিরে এসেছে ইতিহাসের প্রতিচ্ছবি হয়ে।
সময়ের অদৃশ্য এক ছন্দ আছে যা ক্যালেন্ডারের পাতায় মাঝে মাঝে স্পষ্ট হয়ে ওঠে। যেমন ১৯০০ সালের ক্যালেন্ডার ১৯০৬ সালে পুনরাবৃত্তি হয়েছে, আবার ২০১৮ সালের ক্যালেন্ডারটি ২০২৯ সালে পুনরাবৃত্তি হবে। একইভাবে, ২০২৫ সালের ক্যালেন্ডারটি ২০৩১ সালে পুনরাবৃত্তি হবে। ক্যালেন্ডারের পুনরাবৃত্তি একটি স্বাভাবিক ঘটনা এবং ২০২৫ সালের ক্যালেন্ডার ১৯৪১ সালের ক্যালেন্ডারের সাথে মিলে যাওয়াটা নিছকই কাকতালীয়।
মন্তব্য করুন