মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বর্ষায় পাহাড়ে ঘুরতে যাওয়ার গাইডলাইন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০২:৩৫ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০১:০১ পিএম
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্ষাকাল প্রকৃতিকে দেয় নতুন প্রাণ। বর্ষায় সবকিছু সেজে ওঠে যেন নতুন করে। এই বর্ষাকালে পাহাড়ে ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা। সবুজে মোড়া পাহাড়, ঝর্ণার টুপটাপ শব্দ আর কুয়াশায় ঢাকা প্রাকৃতিক দৃশ্য যেন এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়। তবে বর্ষায় পাহাড়ে ঘুরতে যাওয়া কিছুটা বিপদজনকও বটে। সেক্ষেত্রে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি।

১. ঘুরতে যাওয়ার আগে সেখানের স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত হলে ভূমিধস বা রাস্তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

২. পাহাড়ি এলাকায় থাকার জন্য নিরাপদ জায়গা নির্বাচন করুন। যেখানে থাকবেন, সেটা যেন পাহাড়ের ঢালে বা ঝুঁকিপূর্ণ এলাকায় না হয়। নিরাপদ ও ভালো রেটিংযুক্ত হোটেল বা রিসোর্ট বেছে নিন।

৩. ব্যাগে অবশ্যই প্রয়োজনীয় জিনিস প্যাকিং করুন। বর্ষাকালের উপযুক্ত হালকা ও পানিরোধী পোশাক নিন। ছাতা, রেইনকোট, হাইকিং বুট, পলিব্যাগ ও অ্যান্টিসেপটিক জরুরি জিনিসের তালিকায় রাখুন।

৪. পাহাড়ি রাস্তা বর্ষায় পিচ্ছিল হয়ে যায়। একটু অসাবধানতায় হতে পারে মারাত্মক দূর্ঘটনা। ট্র্যাকিং বা হাঁটার সময় সাবধানে চলা জরুরি। প্রয়োজনে স্থানীয় গাইড সঙ্গে রাখুন।

৫. মোবাইলে নেটওয়ার্ক ও চার্জের বিষয়ে খেয়াল রাখুন। পাহাড়ে সব জায়গায় মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। সম্ভব হলে পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে রাখুন যাতে ফোন বন্ধ হয়ে না যায়। অবশ্যই জরুরি নাম্বর সংরক্ষণ করুন।

৬. স্থানীয়দের পরামর্শ মেনে চলুন। তারা জানেন কোন পথে যাওয়া নিরাপদ। তাদের কথা মতো ভ্রমন পথ বেছে নিন। অজানা পথে একা যাওয়া এড়িয়ে চলুন।

৭. পাহাড়ি এলাকা পরিষ্কার রাখুন। প্লাস্টিক বা অপচনশীল দ্রব্য ফেলে প্রকৃতিকে দূষিত করবেন না।

সঠিক প্রস্তুতি আর সচেতনতা থাকলে বর্ষায় পাহাড় ভ্রমণ হতে পারে জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা। নিরাপদ থাকুন, উপভোগ করুন প্রকৃতির মন ভোলানো সৌন্দর্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
যেভাবে আয়নার দাগ দূর করবেন
যেভাবে আয়নার দাগ দূর করবেন
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা