মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সম্পর্ক থেকে বেরিয়ে আসা কখন জরুরি?

চোখের সামনে সম্পর্ক ভেঙে যেতে দেখলে কী করবেন?
বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০১:৫৫ পিএম
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রেমের শুরুতে সম্পর্কটা যেমন রঙিন ও মধুর মনে হয়, সময়ের সাথে সাথে তাতে ফাটল ধরাও অস্বাভাবিক নয়। অনেক সময় সম্পর্কের ভেতরে এমন কিছু ইঙ্গিত বা লক্ষণ দেখা দেয়, যেগুলো বুঝিয়ে দেয় – সময় এসেছে একে বিদায় জানানোর। তিক্ততা, দূরত্ব, অভিযোগ, আর অপমানের ভিড়ে যদি সম্পর্ক নিঃশ্বাস নিতে না পারে, তাহলে নিজেকে বাঁচিয়ে বেরিয়ে আসাটাই হতে পারে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

একটি টেকসই সম্পর্কে ভালোবাসার পাশাপাশি বন্ধুত্বও অত্যন্ত জরুরি। কারণ, সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলা, হাসিঠাট্টা, দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়ার মধ্যেই সম্পর্ক গভীর হয়। যদি সেই বন্ধুত্বটাই হারিয়ে যায়, যদি দুজনের মাঝে আর স্বাভাবিক আন্তরিকতা না থাকে, তাহলে সেটা সম্পর্কের ক্ষেত্রে প্রথম বিপদের লক্ষণ।

সম্পর্কে দুটি মানুষের সমান ভূমিকা থাকা উচিত। কিন্তু যদি দেখেন আপনি সব সময় কথা বলার চেষ্টা করছেন, অভিযোগ করছেন, কিছু বোঝাতে চাইছেন – অথচ আপনার সঙ্গী চুপ, উদাসীন, কিংবা আপনার কথা শুনতেই চায় না, তাহলে বিষয়টা চিন্তার। আপনার প্রয়োজন বা কষ্টে যদি সঙ্গী পাশে না থাকে, তাহলে তা মানসিকভাবে ভেঙে দেওয়ার মতো হতে পারে।

ভালোবাসা টিকে থাকে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের উপর। ঝগড়া, ভুল বোঝাবুঝি, মতভেদ – এসব থাকতেই পারে, কিন্তু যদি একে অপরকে সম্মান না করা হয়, যদি সঙ্গী আপনার আত্মমর্যাদা নিয়ে খেলা করে, কটাক্ষ করে কিংবা ছোট করে দেখে, তাহলে সেটা আর কোনো সুস্থ সম্পর্ক নয়।

সম্পর্ক মানেই সহজ নয়। কাজ, পরিবার, মানসিক চাপ – সব কিছুর মধ্যেও একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দরকার ভালোবাসা, বন্ধুত্ব, সম্মান এবং পারস্পরিক বোঝাপড়া। কিন্তু যদি এগুলোর অভাব হয় এবং আপনি প্রতিনিয়ত নিজের অস্তিত্ব নিয়েই লড়াই করেন, তাহলে সাহস করে বেরিয়ে আসাই হবে আপনার মানসিক শান্তির একমাত্র উপায়। সম্পর্ক বাঁচানোর চেষ্টায় আপনি একা নন – এই সত্যটা মনে রাখা জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
যেভাবে আয়নার দাগ দূর করবেন
যেভাবে আয়নার দাগ দূর করবেন
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা