মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

যেসব লক্ষণ দেখা দিলে ডেঙ্গু টেস্ট করা জরুরি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০২:১৯ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্ষাকাল এলেই ডেঙ্গুর আতঙ্ক বাড়তে থাকে। সামান্য জ্বর হলেও অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। তবে সব জ্বর যে ডেঙ্গু, তা নয়। আবার ডেঙ্গু হলে দেরি না করে পরীক্ষা করানো খুবই জরুরি। চলুন জেনে নিই, কোন কোন লক্ষণ দেখা দিলে ডেঙ্গু পরীক্ষা করাবেন:

হঠাৎ বেশি জ্বর ডেঙ্গুর প্রথম ও প্রধান লক্ষণ হলো হঠাৎ করে ১০২° ফারেনহাইট বা তার বেশি জ্বর ওঠা। সঙ্গে শরীর ব্যথা, কাঁপুনি বা দুর্বলতা থাকতে পারে।

চোখের পেছনে ব্যথা ডেঙ্গু জ্বরে অনেকের চোখের পেছনে টানটান ব্যথা হয়। সাধারণ জ্বরে এ ব্যথা কম দেখা যায়।

তীব্র মাথাব্যথা ও শরীর ব্যথা মাথা, পেশি ও হাড়ে অসহ্য ব্যথা হয়। এজন্য ডেঙ্গুকে অনেকে ‘হাড়ভাঙা জ্বর’ ও বলে।

অতিরিক্ত দুর্বলতা গা ম্যাজম্যাজে ভাব, ক্লান্তি বা শক্তি কমে যাওয়া ডেঙ্গুর আরেকটি লক্ষণ।

বমি বা বমি বমি ভাব ডেঙ্গু হলে অনেকেই বারবার বমি করেন বা বমি বমি ভাব অনুভব করেন।

ত্বকে লালচে র‍্যাশ ডেঙ্গু আক্রান্তদের শরীরে লালচে দাগ বা ফুসকুড়ি হতে পারে। অনেক সময় এগুলো চুলকায়ও।

রক্তক্ষরণ নাক, মুখ, দাঁতের মাড়ি বা প্রস্রাব থেকে রক্ত বের হওয়া ডেঙ্গুর বিপদজনক লক্ষণ। সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান।

কখন পরীক্ষা করাবেন? উপরের একাধিক লক্ষণ একসঙ্গে দেখা দিলে দেরি না করে হাসপাতালে গিয়ে ডেঙ্গু এনএসওয়ান টেস্ট অথবা সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ট) পরীক্ষা করান। রিপোর্ট অনুযায়ী দ্রুত চিকিৎসা নিলে জটিলতা কমানো সম্ভব।

ডেঙ্গু এখন শুধু শহরের সমস্যা নয়, গ্রামেও এর প্রভাব বেড়েছে। তাই উপসর্গগুলো অবহেলা করবেন না। দ্রুত পরীক্ষা করান এবং চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, সচেতনতা আর দ্রুত পদক্ষেপই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় উপায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
যেভাবে আয়নার দাগ দূর করবেন
যেভাবে আয়নার দাগ দূর করবেন
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা