
বর্তমানে ভাইরাল হতে মানুষ কত কী যে করছে, তা প্রতিদিনই নতুন নতুন ঘটনার মাধ্যমে সামনে আসছে। তেমনই একটি ঘটনা এখন ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়—যেখানে এক তরুণী লাল রঙের শাড়ি আর গা ভর্তি গয়না পরে গাছের মগডালে উঠে নিজেকে ঘোষণা করছেন “গাছেদের রাণী”।
ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন ‘miss_pooja_official_887’ নামের এক ইনফ্লুয়েন্সার। সেখানে দেখা যায় পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশে, এক কাঁপতে থাকা গাছের ডালে উঠে বসে তিনি ঘোষণা করেন, ‘‘আমি গাছেদের রানি আর আমার কাহিনি তাড়াতাড়ি শেষ হবে না। সেনাপতি যাও, ঘোষণা করে দাও আজ থেকে এই রাজ্যের একজনই রাণী। আমার প্রতিশোধের কাহিনি আজ থেকে শুরু হল।’’ তার এমন নাটুকে ঘোষণা শুনে অনেকেই হেসে কাত, আবার কেউ কেউ এই কাণ্ডকে নিছক 'রিলসের জন্য উন্মাদনা' বলেই আখ্যা দিচ্ছেন।
ভিডিওটি পোস্ট হওয়ার পরই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। লাখ লাখ ভিউয়ের পাশাপাশি এসেছে নানা ধরণের মন্তব্য। কেউ মজা করছেন, আবার কেউ হেসে কুটিকুটি। তবে সবার প্রতিক্রিয়া কিন্তু হাসির মধ্যে সীমাবদ্ধ ছিল না। কেউ কেউ বিষয়টির ঝুঁকিপূর্ণ দিক তুলে ধরে বলেন, “এটা মজার মনে হলেও, এমন ভিডিও করতে গিয়ে পড়ে গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।” আবার অনেকে ক্ষোভ প্রকাশ করেন তার এমন অদ্ভুত কর্মকান্ডে।
ভাইরাল হওয়া ওই ভিডিওর আসল অবস্থান বা উচ্চতা ভিডিওতে স্পষ্টভাবে দেখা না গেলেও, গাছটি দুলছিল এবং নিচের মাটি ছিল দৃশ্যের বাইরে। তাই ভিডিওটি বাস্তবিক কতটা বিপদজনক ছিল, তা নিশ্চিত করে বলা না গেলেও, বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত। শুধু এই একটি ভিডিও নয়, গাছের মগডালে উঠে তাকে নাচতে দেখা যায় একাধিক ভিডিওতে।
নিজেকে গাছের রাণী বলা এ মেয়েটি উত্তর ভারতের হিমাচল প্রদেশের চাম্বা নামক গ্রামের বাসিন্দা। শুধু গাছের চূড়ায়ই নয়, এমনকি উচু পাহাড়ের চূড়ায়ও নাচতে দেখা যায় তার অনেক ভিডেওতে। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে যেমন ঝর্ণা, পাহাড়ি নদীর ধারে, এমনকি টিনের চালে উঠেও টিকটক করতে দেখা যায় এ তরুণীকে।
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশায় মানুষ পাগল প্রায়। এটি এমন এক নেশা যার পাল্লায় পড়ে নিজের জীবনের ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করেন না অনেকে। আর তারই এক বাস্তব দৃষ্টান্ত এই তরুণী।
মন্তব্য করুন