মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রক্তস্বল্পতার সমাধান ভিটামিন সি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম

হুটহাট করেই কি আপনার শরীর বেশ ক্লান্ত লাগে? অল্প কাজেই হাঁপিয়ে যাচ্ছেন, মাথা ঘোরা বা ত্বকের ফ্যাকাসে ভাব লাগছে? তাহলে হয়তো আপনার শরীরে রক্তস্বল্পতা আছে। আর এর মূলে রয়েছে আয়রনের ঘাটতি।

আয়রন আমাদের শরীরের একটি অপরিহার্য খনিজ, যা রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে এবং কোষে কোষে অক্সিজেন পৌঁছে দেয়। রক্তশূন্যতা বা অ্যানিমিয়া আমাদের দেশের নারীদের কাছে একটি অতি পরিচিত নাম। আপনার শরীরের রক্তে যখন লাল রক্ত কোষ বা হিমোগ্লোবিন কমে যায় তখন যে অবস্থার সৃষ্টি হয় এটাই অ্যানিমিয়া।

গুরুত্বপূর্ণ একটা তথ্য হলো ভিটামিন ‘সি’ না খেলে কিন্তু খাদ্য থেকে আয়রন শোষণ হয় না। মানে যতই আয়রন সমৃদ্ধ খাবার খান না কেন, ভিটামিন সি না খেলে লাভ নেই। তাই টমেটো, লেবুর মতো টক জাতীয় ফল, ক্যাপসিকাম যেগুলো ভিটামিন সি এর ভালো উৎস সেসব বেশি করে খেতে হবে।

রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া দূর করার কিছু উপায় জেনে নিন

  • আয়রন সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাক, বাদাম এবং বীজ খেতে হবে
  • ভিটামিন সি, এ এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। কারণ এরা ভাল আয়রন শোষণে সহায়তা করে। এসব খাবারের মধ্যে রয়েছে গাজর, সাইট্রাস ফল, পেঁপে, পেয়ারা, মিষ্টি আলু, আম ইত্যাদি।
  • পালং শাক, মটরশুটি, চিনাবাদাম, গোটা শস্য ইত্যাদিতে প্রচুর পরিমাণে ফোলেট থাকে। এটি হিমোগ্লোবিন উৎপাদনে অপরিহার্য। এসব খাবার বেশি খেতে হবে।
  • কালো কিশমিশ সারারাত কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন এবং খালি পেটে পান করুন।
  • নিজেকে হাইড্রেটেড রাখুন। চা এবং কফি পান এড়িয়ে চলুন। কারণ তারা আয়রন শোষণে হস্তক্ষেপ করে।

অ্যানিমিয়ার রোগীর জন্য টিপস

  • অ্যানিমিয়ার রোগীর জন্য ঘরোয়া পদ্ধতিতে সবচেয়ে উপকারী চিকিৎসা হলো হাত-পা ম্যাসাজ করা। এতে করে শরীরে রক্ত চলাচল সঠিক উপায়ে হবে।
  • আয়রন দিয়ে বানানো পাত্রে রান্না করার চেষ্টা করুন। এটা প্রমাণিত হয়েছে এসব পাত্রে রান্না করা খাবারে আয়রনের পরিমাণ অনেকখানি বেড়ে যায়।
  • এক কাপ আপেলের জুসের সাথে এক কাপ বিট রুটের জুস আর চিনি মিশিয়ে প্রতিদিন একবার করে খান।
  • যদি ভারী মাসিক বা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তপাতের মতো কোনো কারণে রক্তক্ষরণ হয়, তাহলে তার দ্রুত চিকিৎসা করাতে হবে।

রক্তাল্পতার কারণ শনাক্ত করতে এবং উপযুক্ত চিকিৎসার জন্য একজন চিকিৎসকের সাথে পরামর্শ করা আবশ্যক। বিশেষ করে যদি এটি দীর্ঘস্থায়ী কোনো রোগের কারণে হয়।

আসলে যে কোন রোগ সারাবার মুল মন্ত্রতন্ত্র খাবারের মধ্যেই নিহিত আছে। আপনি যদি রক্তশূন্যতায় ভুগেন তাহলে সবার আগে নজর দিবেন আপনার প্রতিদিনের খাদ্যতালিকায়। আর চেষ্টা করবেন অ্যানিমিয়ায় আক্রান্ত হওয়ার পর এর প্রতিকার না খুঁজে প্রথম থেকেই এর প্রতি প্রতিরোধ গড়ে তোলার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
যেভাবে আয়নার দাগ দূর করবেন
যেভাবে আয়নার দাগ দূর করবেন
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা