মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

যেসব আমলে বরকতময় হবে জীবন 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১০:৩৭ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১০:৩৮ এএম

মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য।আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম উপায় সঠিক পদ্ধতিতে ইবাদত করা। ইবাদতের জন্য তিনি শিখিয়ে দিয়েছেন বিভিন্ন আমল ও দোয়া। এজন্য রয়েছে কিছু নির্দিষ্ট আমল, যেগুলো সকাল-সন্ধ্যায় পড়া সুন্নাত এবং ছোট ছোট এসব আমল পালনে জীবন হয়ে ওঠে বরকতময় ও নিরাপদ।

সকাল-সন্ধ্যায় আমলের গুরুত্ব-

কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তুমি তোমার রবের নাম সকাল-সন্ধ্যায় স্মরণ করো’। আবার বলেন, `সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা কর’। এ থেকে বোঝা যায়, প্রতিদিন ভোর থেকে সূর্য ওঠা পর্যন্ত এবং বিকেল থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর জিকির করা মু’মিন জীবনের অপরিহার্য অংশ।

সকাল-সন্ধ্যার কিছু গুরুত্বপূর্ণ আমল- মহানবী (সা.) তাঁর সাহাবিদের সকাল-সন্ধ্যার আমল শেখাতেন নিয়মিত।

আয়াতুল কুরসি পাঠ: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়বে, সে আল্লাহর হেফাজতে থাকবে’।

সুরা ইখলাস, ফালাক ও নাস পড়া: প্রতিটি তিনবার করে পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা পাওয়া যায়। ‘সায়্যিদুল ইস্তিগফার’ পাঠ: ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় পাঠ করবে, সে জান্নাত লাভ করবে ইনশাআল্লাহ’।

সাইয়্যিদুল ইস্তিগফার হলো: আল্লাহুম্মা আনতা রব্বি, লা ইলাহা ইল্লা আনতা, খালাকতানি, ওয়ানা আবদুক, ওয়ানা আ’লা আহদিকা ওয়াওয়াদিকা মাসতাতাতু, আউযু বিকা মিন শার্রি মা সানাতু, আবূউ লাকা বিনি’মাতিকা আলাইয়া, ওয়াবূউ লাকা বিজাম্বি, ফাগফিরলি, ফাইন্নাহু লা ইয়াগফিরুয্ যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি (১০০ বার): মহানবী (সা.) বলেছেন, “যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় ‘সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি’ ১০০ বার পড়বে, সে কেয়ামতের দিন সবচেয়ে উত্তম আমলকারী হবে।” আল্লাহর কাছে হেফাজতের দোয়া: হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি ‘আউযু বিকালিমাতিল্লাহিত-তাম্মাতি মিন শার্রি মা খালাক।’-এই দোয়া সন্ধ্যায় পড়বে, তাকে রাতে কোনো ক্ষতি করবে না।” বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু… (৩ বার): তিনি বলেছেন, “যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় ‘বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু’-দোয়া তিনবার পড়বে, তাকে কোনো বিপদ স্পর্শ করবে না।’

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মা’আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিসসামা, ওয়াহুয়াস সামিউল আলিম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু…: এই দোয়াটিও ১০ বার বা ১০০ বার পড়ার কথা বর্ণিত হয়েছে।

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহ, লাহুল মুলকু ওয়ালাহুল হামদ, ওয়াহুয়া ‘আলা কুল্লি শাইইন কাদির।

সারাদিনের জন্য সাধারণ বরকতময় জিকির- সুবহানাল্লাহ (৩৩ বার), আলহামদুলিল্লাহ (৩৩ বার), আল্লাহু আকবার (৩৪ বার, ঘুমের আগে), লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসুলুল্লাহ, এছাড়া সালাম দেওয়া, হাসি মুখে কথা বলা- ছোট হলেও বড় সওয়াব।

সকাল-সন্ধ্যার আমল হলো আল্লাহর স্মরণে দিন শুরু ও শেষ করার একটি মহান সুযোগ। এ আমলগুলো শুধু কিছু শব্দ বা দোয়া নয়, বরং আল্লাহর দেওয়া অদৃশ্য ঢাল, যা মুমিনকে রক্ষা করে বিপদ ও গুনাহ থেকে। তাই প্রতিটি মুসলিমের উচিত এ আমলগুলো শিখে নেওয়া, নিয়মিত পাঠ করা এবং পরিবার-পরিজনকে শিক্ষা দেওয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
যেভাবে আয়নার দাগ দূর করবেন
যেভাবে আয়নার দাগ দূর করবেন
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা