মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পরীক্ষায় ফেল করা সন্তানের জন্য বাবা-মায়ের যা করণীয়

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৩১ পিএম

এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে ৫ লাখ ৮ হাজার ৭০১ শিক্ষার্থী ফেল করেছে, যা মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশ। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এটি গত বছরের তুলনায় পাসের হার কমার ইঙ্গিত দেয় এবং মানবিকের শিক্ষার্থীদের মধ্যে ফেলের সংখ্যা ছিল বেশি। এই বিপুল সংখ্যক শিক্ষার্থী ব্যর্থতার মুখে পড়ায় তাদের মানসিক অবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আমরা সাধারণত দেখি যে, ফেল করা শিক্ষার্থীকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখতে চান না। বিশেষজ্ঞদের মতে, এই সময় সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে মা–বাবাদের।

তাদের বোঝাতে হবে ফেল মানে জীবনের শেষ নয়—এটি শিক্ষাজীবনের একটি ধাপ মাত্র। অনেক সফল মানুষ জীবনের কোনো না কোনো সময় ব্যর্থতার মুখ দেখেছেন, কিন্তু সেটিই তাদের শক্তি হয়ে উঠেছে। তাই অভিভাবকদের প্রথম কাজ হলো সন্তানকে আশ্বস্ত করা—“একটা ফলাফল তোমাকে নির্ধারণ করে না।”

মা–বাবার করণীয়

  • সন্তান ফল খারাপ করায় বকাঝকা নয়, বরং তাকে বোঝার চেষ্টা করুন। তার ভয়ের কারণ বা মনোযোগের অভাব কোথায় ছিল, তা জানুন।
  • ফেল করার পেছনে হয়তো শিক্ষাগত দুর্বলতা, মানসিক চাপ, বা পারিবারিক সমস্যা থাকতে পারে। এসব চিহ্নিত না করে পুনরায় পরীক্ষার চাপ দেওয়া ঠিক নয়।
  • বাবা–মায়ের ইতিবাচক কথা সন্তানের আত্মবিশ্বাস পুনর্গঠনে সবচেয়ে কার্যকর। বলুন, “ভুল করলে শেখা যায়, আর শেখাই সফলতার শুরু।”
  • যদি সন্তান মূলধারার পড়াশোনায় আগ্রহ হারায়, তবে তাকে টেকনিক্যাল বা দক্ষতা–ভিত্তিক শিক্ষার দিকে উৎসাহিত করুন।
  • যদি সন্তান হতাশায় ভুগে, তখন তাকে কাউন্সেলরের কাছে নেওয়া জরুরি। মানসিক সহায়তা জীবনের নতুন দিশা দেখাতে পারে।

ফেল করা শিক্ষার্থীদের শাস্তি নয়, সহানুভূতি দরকার। বাবা মায়ের উচিত এ সময় কিছুটা সময় নিয়ে সন্তানের আগ্রহ নিয়ে কথা বলা। তাকে এ কথা বলা যে, নতুন পথ খোঁজার সুযোগ সবসময়ই থাকে।অভিভাবকদের ভালোবাসা, বোঝাপড়া ও সময়ই হতে পারে সন্তানের আগামী সফলতার ভিত্তি। মনে রাখতে হবে—একটি ফলাফল নয়, মানুষের সম্ভাবনাই তার আসল পরিচয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
যেভাবে আয়নার দাগ দূর করবেন
যেভাবে আয়নার দাগ দূর করবেন
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা