মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মাত্র ৩ মিনিটেই জোড়া লাগবে ভাঙা হাড়! 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০১:০৮ পিএম

চীনের ঝেজিয়াং প্রদেশের গবেষকরা এমন একটি চিকিৎসা আঠা তৈরি করেছেন, যা মাত্র তিন মিনিটে ভাঙা হাড় জোড়া লাগাতে সক্ষম। এই আঠার নাম দেওয়া হয়েছে ‘Bone-02’।

গবেষক দলটির নেতৃত্বে ছিলেন স্যার রান রান শ’ হাসপাতালের সহযোগী প্রধান অর্থোপেডিক সার্জন লিন জিয়ানফেং। তিনি জানান, ঝিনুকের পানির নিচে শক্তভাবে আটকে থাকার প্রাকৃতিক ক্ষমতা দেখে এই আঠার অনুপ্রেরণা পান।

Bone-02 আঠার কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য: মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে হাড়ের ভাঙা অংশ সঠিকভাবে জোড়া লাগাতে সক্ষম। রক্তক্ষরণ চলাকালীন অবস্থাতেও কার্যকর।শরীরের সঙ্গে মিশে গিয়ে প্রাকৃতিকভাবে শোষিত হয়, ফলে পরবর্তীতে ধাতব ইমপ্ল্যান্ট অপসারণের প্রয়োজন হয় না।প্রাথমিক পরীক্ষায় ১৫০ জনেরও বেশি রোগীর ওপর প্রয়োগ করা হয়েছে।

গবেষকদের দাবি, ‘বোন–২’ পরীক্ষাগারে সফলতার সঙ্গে নিরাপত্তা ও কার্যকারিতার সব মান পূরণ করেছে। একাধিক পরীক্ষায় দেখা গেছে, প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে যেখানে বড় ছিদ্র করে ইস্পাতের পাত ও স্ক্রু বসানোর প্রয়োজন হয়, সেখানে এই বোন গ্লু দিয়ে পুরো প্রক্রিয়াটি শেষ করা যায় মাত্র ১৮০ সেকেন্ডে।

গবেষণা অনুযায়ী, আঠাটি সর্বোচ্চ ৪০০ পাউন্ড পর্যন্ত চাপ সহ্য করতে পারে। জানা গেছে, এই বোন গ্লু পাশ থেকে চাপ পড়লেও প্রায় ৫ লাখ প্যাসকাল (শেয়ার স্ট্রেন্থ ০.৫ মেগা প্যাসকাল) পর্যন্ত ভাঙে না এবং ওপর থেকে চাপ দিলে এটি ১ কোটি প্যাসকাল (কমপ্রেসিভ স্ট্রেন্থ ১০ মেগা প্যাসকাল) পর্যন্ত সহ্য করতে পারে। ফলে একে ধাতব ইমপ্ল্যান্টের বিকল্প হিসেবে বিবেচনার সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে এটি সংক্রমণ ও পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও কমাতে পারে বলে দাবি বিজ্ঞানীদের।

এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে হাড়ের ভাঙা অংশ দ্রুত ও নিরাপদে জোড়া লাগানোর জন্য কার্যকরী আঠার প্রয়োজনীয়তা ছিল। Bone-02 সেই চাহিদা পূরণে সক্ষম হতে পারে। যদি এই আঠা আন্তর্জাতিকভাবে অনুমোদিত হয়, তবে এটি বিশ্বব্যাপী অর্থোপেডিক চিকিৎসায় একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

এই আবিষ্কার চীনের বিজ্ঞানীদের চিকিৎসা প্রযুক্তিতে নতুন উচ্চতায় পৌঁছানোর প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
যেভাবে আয়নার দাগ দূর করবেন
যেভাবে আয়নার দাগ দূর করবেন
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা