মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চলে গেলেন নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৪:৪৩ পিএম

দেশের প্রবীণ সাংবাদিক, নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন আর নেই। আজ ২৩ আগস্ট শনিবার বেলা দেড়টায় তিনি ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। জানা যায় গত ৩০ মে বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর তাকে বাসায় নেওয়া হয়। গত সপ্তাহে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে আবার একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহে খনিজ অসমতা, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো এক বা একাধিক খনিজের মাত্রাতিরিক্ত উপস্থিতি অথবা ঘাটতি দেখা দেয়। এ ছাড়া তার ইউরিন, শ্বাসকষ্ট, ব্লাড প্রেসার ওঠানামাসহ নানাবিধ সমস্যা ছিল। তার স্ত্রীও মারা গেছেন চার বছর আগে।

সাংবাদিকতায় আলমগীর মহিউদ্দিনের ছিল বর্ণাঢ্য অভিজ্ঞতা; এই পেশায় তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন প্রায় ৬০ বছর ধরে। বিশেষ করে দৈনিক নয়া দিগন্ত প্রতিষ্ঠার সময় থেকেই তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কয়েক মাস আগে অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপারগ হয়ে পড়লে তাঁকে উপদেষ্টা সম্পাদক হিসেবে সম্মানিত করা হয়। সেই পদে থেকেই তিনি শেষ বিদায় নিলেন।

অত্যন্ত বিনয়ী এই মানুষটি সবসময় হাসিমুখে কথা বলতেন। অফিসের সর্বোচ্চ ব্যক্তি হয়েও জুনিয়রদের সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে মিশতেন। সাংবাদিকতার সূত্রে তিনি কিছুদিন প্যারিসে ছিলেন। বাংলাদেশের সৃষ্টি-পর্বের গুরুত্বপূর্ণ সময় বিশেষ করে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধকালীন সাহসিকতাপূর্ণ সাংবাদিকতার নানা গল্প তিনি শোনাতেন বলে জানিয়েছেন তার সাবেক সহকর্মীরা। আলমগীর মহিউদ্দিন বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেসবুকে হ্যা-না পোস্টের লড়াই
ফেসবুকে হ্যা-না পোস্টের লড়াই
রাজধানীতে আজ কোথায় কী
রাজধানীতে আজ কোথায় কী
তানিয়া আফরিনের ‘বাংলাদেশে গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব’
তানিয়া আফরিনের ‘বাংলাদেশে গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব’
আরটিভির দুই সাংবাদিককে চাকরিচ্যুতিতে বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
আরটিভির দুই সাংবাদিককে চাকরিচ্যুতিতে বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ