মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
‘বাচসাস’র শোক

সাংবাদিক বাদল আহমেদ আর নেই

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১২:৫৩ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০২:০৪ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এবং ডিইউজে'র সিনিয়র সদস্য বাদল আহমেদ আর নেই। আজ ২৫ আগষ্ট সোমবার সকাল ৭টার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদল আহমেদ বাচসাসের বিভিন্ন পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সাংবাদিক হিসেবে বাদল আহমেদ দীর্ঘদিন সাপ্তাহিক প্রতিচিত্র পত্রিকায় কাজ করেছেন। তিনি বিজয় টেলিভিশনের বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৈনিক আমার বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে বাদল আহমেদের মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাস-এর কার্যনির্বাহী সদস্য ও বাচসাস পরিবার গভীর শোক প্রকাশ করেছে। বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাধারণ সম্পাদক রাহাত সাইফুল জানান, বাদল আহমেদ ভাইয়ের জানাজা আজ আসরের নামাজের পর রাজধানীর গোলাপবাগে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

বাচসাসের অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত বলেন- অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর পরিবারের সদস্য, সবার প্রিয় বাদল আহমেদ আজ সকালে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে বাচসাস পরিবার গভীরভাবে শোকাহত। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি-তিনি যেন মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার শক্তি দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেসবুকে হ্যা-না পোস্টের লড়াই
ফেসবুকে হ্যা-না পোস্টের লড়াই
রাজধানীতে আজ কোথায় কী
রাজধানীতে আজ কোথায় কী
তানিয়া আফরিনের ‘বাংলাদেশে গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব’
তানিয়া আফরিনের ‘বাংলাদেশে গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব’
আরটিভির দুই সাংবাদিককে চাকরিচ্যুতিতে বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
আরটিভির দুই সাংবাদিককে চাকরিচ্যুতিতে বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ