মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বাচসাসের জ্যেষ্ঠ দুই সদস্যের স্মরণ সভা ও দোয়া মাহফিল আজ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৯:২০ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৯:২৭ এএম

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র দুই সদস্যর প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কার্য নির্বাহী কমিটি। আজ ২৯ আগস্ট শুক্রবার বিকেল ৫টায় বাচসাসের মগবাজারের কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে পাক্ষিক অন্যলোক'র প্রতিষ্ঠাতা সৈয়দ মাহমুদ শফিক এবং বাচসাসের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাদল আহমেদ স্মরণে এ আয়োজন করা হয়েছে ।

স্মরণ সভায় অংশ নেবেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুলসহ আরো অনেকে। দেশের সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সদ্য প্রয়াত দুই সদস্যের রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং বিশেষ মোনাজাত করা হবে। আয়োজনে সদস্যদের উপস্থিত থাকার জন্য বাচসাসের নির্বাহী কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেসবুকে হ্যা-না পোস্টের লড়াই
ফেসবুকে হ্যা-না পোস্টের লড়াই
রাজধানীতে আজ কোথায় কী
রাজধানীতে আজ কোথায় কী
তানিয়া আফরিনের ‘বাংলাদেশে গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব’
তানিয়া আফরিনের ‘বাংলাদেশে গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব’
আরটিভির দুই সাংবাদিককে চাকরিচ্যুতিতে বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
আরটিভির দুই সাংবাদিককে চাকরিচ্যুতিতে বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ