
		বৈশাখী টেলিভিশনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি বর্তমানে অপ্রয়োজনীয় হওয়ায় সেগুলো বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে। আগ্রহি ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্ধারিত নিম্ন বর্ণিত তারিখে সরঞ্জামাদি সরেজমিনে পরিদর্শন করে লিখিতভাবে তাদের প্রস্তাবিত মূল্য জমা দিতে পারবেন। সর্বোচ্চ দরতার কাছে ওইসব সরঞ্জামাদি বিক্রি করা হবে।
বিক্রির জন্য বিভিন্ন সরঞ্জামাদি হলো-ক্যামেরা, ভিটিআর, কম্পিউটার ও সার্ভার পিসি, মনিটর, ফটোকপি মেশিন, এয়ার কন্ডিশনার, স্কানার ক্যামেরা ব্যাটারি, বিভিন্ন লাইট, স্যাটেলাইট রিসিভারসহ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স যন্ত্রাংশ।
পরিদর্শন ও মূল্য প্রস্তাবনা জমা দেয়া যাবে আগামী ২০ সেপ্টেম্বর শনিবার (২০/০৯/২০২৫) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহিদের ওই সময়ে মহাখালির বৈশাখী টেলিভিশন কার্যালয়ে (৩২ মহাখালী বা/এ ঢাকা, ১২১২) যোগাযোগ করতে বলা হয়েছে।
মন্তব্য করুন