
		নিজস্ব প্রতিবেদক: আগামী মে মাসের পর থেকে সড়কে ফিটনেসবিহীন লক্করঝকর গণপরিবহন চলতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএর চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসীন। বুধবার (১ জানুয়াির) রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি বলেন, সেবা প্রত্যাশীদের হয়রানি করলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে। এসময় বিআরটিএ’র কার্যক্রম সহজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আটকে থাকা ড্রাইভিং লাইসেন্স দ্রুত দেয়ার পদক্ষেপ নেয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএর সেবা নিয়ে রাজধানীর মিরপুর কার্যালয়ে এই মতবিনিময়সভার আয়োজন। এতে বিআরটিএর চেয়ারম্যান কর্মকর্তা ও পরিবহন মালিক শ্রমিকরা অংশ নেন। বিআরটিএর কার্যালয়গুলোতে সেবা পেতে নানা সমস্যা কথা তুলে ধরেন পরিবহন মালিক শ্রমিকরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএর সাথে কাজ করার অঙ্গীকার করেন তারা।এসময় বিআরটিএর চেয়রাম্যান জানান, সারাদেশের কার্যালয়গুলোতে মানুষের ভোগান্তি কমাতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। কেউ সেবা প্রত্যাশীদের হয়রানি করলে ব্যবস্থা নেয়া কথা জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান বলেন, দালালের দৌরাত্য কমাতে প্রায় সব সেবা অনলাইন করা হয়েছে।ঘরের বসেই ডিজিটালি বিআরটিএ’র ১৮টি সেবা পাওয়া যাচ্ছে জানিয়ে সংস্থাটির কর্মকর্তা বলেন, সেবা প্রত্যাশীরা সচেতন হলে কোন অফিসে হয়রানি হতে হবে না।
মন্তব্য করুন