
		নিজস্ব প্রতিবেদক: ঢাকার বায়ু দূষণ কমছেই না। বিশ্বের ১২৫টি নগরীর মধ্যে বায়ুদূষণে রোববার সকালে শীর্ষে ছিল ঢাকা। এদিন আইকিউএয়ারে মানসূচক ছিল ৪৯৩। যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। সকালের দিকে এত ভয়ানক দূষণ সাম্প্রতিক সময়ে আর দেখা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, সময়োপযোগী কার্যকর ব্যবস্থা না নেয়ায় দূষণের মাত্রা দিনে দিনে বাড়ছে।উত্তরের হিমেল হাওয়ার সাথে ভেসে আসছে দূষিত নানা বস্তু কণা। এর সাথে অপরিকল্পিত উন্নয়ন, গাড়ীর কালো ধোঁয়া, যত্রতত্র বর্জ্য পোড়ানোয় রাজধানীর দূষণ বাড়ছেই। রাজধানীর বাতাসে দূষিত বস্তুকণার পরিমাণ এতটাই বেড়েছে যে, এখন অস্বাস্থ্যকর নগরীতে পরিণত হয়েছে। ১২৫টি নগরীর মধ্যে বায়ুদূষণে সপ্তাহের প্রথম কর্মদিবসে শীর্ষে রয়েছে ঢাকা। রোববার আইকিউএয়ার মানসূচকে ঢাকার স্কোর ৪৯৩। বায়ুর এই মানকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। এতটা ভয়ানক দূষণ সাম্প্রতিক সময়ে আর দেখা যায়নি। এই ঘরে বেশ কয়েকদিন ধরে অবস্থান করছে ঢাকার বায়ুদূষণের মান। এই অবস্থায় বাইরে বেরোলে মাস্ক পড়া, সেই সাথে ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞ আহমেদ কামরুজ্জামান মজুমদার। রাজধানীসহ দেশের প্রধান শহরগুলোর বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিকল্পনার ঘাটতির কথাও বলেন তিনি। রোববার বায়ু দূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ। আর তৃতীয় স্থানে পাকিস্তানের করাচি।
মন্তব্য করুন