
		নিজস্ব প্রতিবেদন : আমনের ভরা মৌসুমে বাজারে চালের কোনো ঘাটতি নেই, এ পর্যায়ে দাম বাড়ানোকে অযৌক্তিক হিসেবে দেখছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। দাম বাড়ার পেছনের কারণ খোঁজা হচ্ছে বলেও জানান তিনি।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে দেশব্যাপী স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আমদানি কেন্দ্রীক ব্যবস্থা নেয়া হচ্ছে। আমদানি বাড়লে স্থানীয় বাজারে দাম কমে আসবে বলেও মনে করেন তিনি।
মন্তব্য করুন