
		নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বিশেষ সেল খোলার ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল। বিশেষ সেলটি ৪টি সাব সেলে কাজ করবে। এসময় শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহত যোদ্ধাদের সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
এছাড়া আওয়ামী লীগের খুনি ও তাদের দোসরদের বিচার নিশ্চিতকরণ এবং জুলাই গণঅভ্যুথান নিয়ে ডকুমেন্টশন তৈরির বিষয়গুলো এই সেলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন