
		সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি আহবানের পর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
এর আগে বুধবার (২২ জানুয়ারি) বিকালে শ্যামনগরে কৃষক দলের কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির একাংশ সমাবেশ আহবান করে।
অন্যদিকে, দলটির আরেক পক্ষ একই সময়ে ওই স্থানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালা ও লিফলেট বিতরণের প্রস্তুতি নেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ায় শ্যামনগর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
বুধবার বিকাল চারটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্যামনগর পৌর এলাকায় এই আদেশ বলবৎ থাকবে বলেও জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন।
মন্তব্য করুন