শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৫:১৬ এএম

অনলাইন ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিনই কোনো না কোনো কারণে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। ১৮৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ এখানকার বাতাসের মানও নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

এদিকে, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বায়ু দূষণের তালিকায় শীর্ষে থাকা এই শহর স্কোর ৪৪১। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় রয়েছে। পাশাপাশি তালিকায় দুই নম্বরে ২৭৯ স্কোর নিয়ে আছে ভারতের দিল্লি শহর। স্কোর ২২২ ও ১৮৯ নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় ও চীনের উহান শহর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ
শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ
সাপের কামড়ের ওষুধ সব উপজেলায় পাঠানোর নির্দেশ
সাপের কামড়ের ওষুধ সব উপজেলায় পাঠানোর নির্দেশ
কমতে পারে গরম
কমতে পারে গরম
২ দিনের সফরে পাবনা গেলেন রাষ্ট্রপতি
২ দিনের সফরে পাবনা গেলেন রাষ্ট্রপতি