
		ডেস্ক প্রতিবেদন : মাঘের শীতে কাঁপছে দেশ। বিশেষ করে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় উত্তরের জনপদে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শীত বেড়েছে রাজধানীতেও। এতে ভোগান্তিতে পড়েছে চরাঞ্চল ও নিম্ন আয়ের মানুষেরা।
হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর ভিড়। বৃহস্পতিবার দেশের সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
কুয়াশায় ঢেকেছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার সকালে কয়েক ঘণ্টা সূর্যের দেখা না মেলায় শীতও একটু বেশি অনুভূত হয়। এতে দুর্ভোগে পড়েন জরুরি কাজে ঘরের বাইরে বেরোনো মানুষ।
তবে উত্তরের জেলাগুলোতে শীতের দাপট সবচেয়ে বেশি। সূর্যের দেখা মিলছে না দিনের বেশির ভাগ সময়। ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষেরা। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ী।
দিনাজপুরে ঘন কুয়াশার সাথে বৃষ্টির মতো পড়ছে শিশির। তীব্র শীতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ।
কনকনে শীত আর হিমশীতল বাতাসে বিপর্যস্ত নীলফামারীর জনজীবন। দুইদিন ধরে সূর্যের দেখা না মেলায় নাকাল জেলার জনজীবন। গাইবান্ধায় সবচেয়ে বেশী দুর্ভোগে পড়েছে জেলার নদী বেষ্টিত ১৬৫টি চরাঞ্চলের মানুষ।
তীব্র শীত আর ঘনকুয়াশায় বিপর্যস্ত যশোরের বেনাপোল ও শার্শার জনজীবনও। ঝিনাইদহে প্রচন্ড ছিন্নমূল মানুষের কষ্ট বেড়েছে।
মন্তব্য করুন