
		গোলাম মোর্শেদ : হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে অনুমতি মিললে আজ রাতে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় নেয়া হবে বেগম খালেদা জিয়াকে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। কিডনি ও লিভার একসঙ্গে প্রতিস্থাপন করাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। তাই বাড়িতে রেখে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, গেলো ৮ জানুয়ারি থেকে লন্ডনের ঐতিহাসিক ‘দ্য লন্ডন ক্লিনিকে’ চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ভর্তির পর ১৬ দিন ধরে তাঁর স্বাস্থ্যের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বৃহস্পতিবার লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড, যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের চিকিৎসক এবং বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় গঠিত মেডিকেল বোর্ডের সমন্বয়ে অনলাইনে যৌথ মিটিংয়ে বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা পর্যালোচনা করা হয়। এতে, বয়স ও স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় লিভার ও কিডনি একসাথে প্রতিস্থাপন খুবই ঝুঁকিপূর্র্ণ বলে একমত হন চিকিৎসকরা।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ জানান, শুক্রবার আরও কিছু স্বাস্থ্যের পরীক্ষা করা হবে। এরপর মেডিকেল বোর্ডের অনুমতি মিললে বড় ছেলে তারেক রহমানের বাসায় যাবেন বেগম জিয়া।
খালেদা জিয়াকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাসপাতালে সার্বিক দেখভাল করছেন তারেক রহমান, দুই পুত্রবধু ও তিন নাতনি।
মন্তব্য করুন