
		নিজস্ব প্রতিবেদক : বড় বড় কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করতে চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শেষ দিনে সাংবাদিকদের প্রেস সচিব একথা বলেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোকাস বাংলাদেশের মতো দেশগুলোর উপর নয়।
এসময় তিনি বলেন ট্রাম্প্র প্রশাসন যেহেতেু চায়নার ওপর ট্যারিফ দেবে, তাই দেশটির অনেক কারখানা বাংলাদেশে স্থানান্তরিত হতে পারে।
শফিকুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টার ইমেজের কারণে বাংলাদেশের প্রতি পুরো এটেনশন ফিরে এসেছে। এখন সবার ফোকাস বাংলাদেশের দিকে। বাংলাদেশ এখন ব্যবসায়ের জন্য প্রস্তুত।
মন্তব্য করুন