
		নিজস্ব প্রতিবেদক: গণতান্ত্রিক শক্তির মধ্যে অযাচিত ভুল বোঝাবুঝির কারণে মানবিক বাংলাদেশ গড়ার সুযোগ যেন নষ্ট না হয়, সেদিকে দৃষ্টির রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতির গুনগত পরিবর্তন না করা গেলে কোন কিছুই বাস্তবায়ন সম্ভব নয় বলেও জানান তিনি। ঢাকায় এক শিক্ষক সমাবেশে এসব বলেন তারেক রহমান।
রাজধানীর ইঞ্জিনির্য়ার্স ইন্সটিটিউটে জাতীয় শিক্ষক দিবস ও জাতীয় সম্মেলন উপলক্ষ্যে এ শিক্ষক সমাবেশ। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, আন্দোলন করে নির্বাচন আদায় করা হলে তা হবে দুঃখজনক।
সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সকলের সমর্থনে বিএনপি সরকার গঠন করলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা কমিশন গঠন করা হবে। রাজনীতির ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনা হবে।
আওয়ামী সরকার সংবিধানকে দলীয় সংবিধানে পরিনত করেছিলো অভিযোগ করে তারেক রহমান বলেন, বিএনপির একত্রিশ দফার সাথে সংস্কার প্রস্তাবের তেমন কোন পরিবর্তন নেই। বিএনপি নির্বাচন এবং সংস্কার দুটোই চায় জানিয়ে তারেক রহমান বলেন, যে কোন নতুন দলকেই স্বাগত জানানো হবে।
ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে উদার গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র তৈরি যে সুয়োগ তৈরি হয়েছে তাকে কাজে লাগাতে বাংলাদেশের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অর্ন্তবর্তী সরকারকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আরো সহনশীল হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
মন্তব্য করুন