
		বগুড়া সংবাদদাতা: বগুড়ার চরাঞ্চলে অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবার চিত্র পাল্টে দিয়েছে ভাসমান হাসপাতাল খ্যাত ’জল জাহাজ’। যে হাসপাতালে চিকিৎসকের ফি, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে ওষুধ পর্যন্ত খরচ নাম মাত্র। মুমূর্ষু রোগীদের আনা-নেয়ার কাজে সার্বক্ষণিক প্রস্তুত থাকে নৌ-অ্যাম্বুলেন্স।
বগুড়ায় সাড়া জাগিয়েছে ভাসমান হাসপাতাল খ্যাত ‘জল জাহাজ’। এই হাসপাতালে পুরুষ রোগীদের ১০ টাকা ও নারীদের ৫ টাকা টিকিটে ওষুধ ও চিকিৎসা দেয়া হয়। হাসপাতালটি বর্তমানে বগুড়ায় ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নেব বড়ইতলী এলাকায় যমুনা তীরে অবস্থান করছে। হাসপাতালটি পরিচালনা করছে ফ্রেন্ডশিপ ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোগীদের এখানে চিকিৎসা সেবা দেয়া হয়। নৌ অ্যাম্বুলেন্স সেবা, জরুরি বিভাগ, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ ৩৬ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন জল জাহাজে।
হাতের কাছেই আধুনিক চিকিৎসাসেবা পেয়ে খুশি ধুনটের বাসিন্দারা।
আর্থিক অসচ্ছলতার জন্য যারা চিকিৎসা নিতে পারছেন না,তাদের জন্যই এই ব্যবস্থা বলে জানালেন
ফ্রেন্ডশিপ ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড সিনিয়র পোগ্রাম ম্যানেজার শফিউল আজম।
প্রতিদিন ভাসমান এই হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন ১৫০ জনের বেশি মানুষ।
মন্তব্য করুন