
		নিজস্ব প্রতিবেদক: জনগণের আস্থা ও বিশ্বাস নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে খুলনা অঞ্চলের প্রশিক্ষণ কর্মশালায় এ নির্দেশ দেন তিনি। ৫ আগষ্ট থেকে শিক্ষা নিয়ে জনগনকে সঙ্গে রাখতে এবং জনগনের পাশে থাকার আহ্বানও জানান তারেক রহমান।
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা কর্মসূচিতে জনসম্পৃক্ততা তৈরিতে মঙ্গলবার সাতক্ষীরা, খুলনা জেলা ও মহানগর ও বাগেরহাট জেলার নেতাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কর্মশালায় খুলনা অঞ্চলের তৃনমূলের নেতাদের আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে তোলা নানা প্রশ্নের জবাব দেন তারেক রহমান। পরে সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের মানুষ জনগণ। দিনশেষে তারাই সিদ্ধান্ত নেবে বিএনপি জনপ্রিয় দল কিনা। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দেন তিনি।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সামনে নির্বাচন। যেকোন মূল্যে নেতাকর্মীদের জনগনের পাশে থাকার কথা জানান তিনি।
দেশ গঠনে ঘোষিত ৩১ দফা কর্মসূচি মানুষের ঘরে ঘরে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
মন্তব্য করুন