
		নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের দুর্নীতি খুঁজতে গিয়ে প্রতিষ্ঠানেরই অস্থিত্ব খুঁজে পায়নি দুদক। বুধবার সরকারি নথিতে থাকা প্রতিষ্ঠানটির ঠিকানা- ধানমন্ডির সুধা সদনসহ বিভিন্নস্থানে দুদক অভিযানে গেলেও মেলেনি এই ফাউন্ডেশনের হদিস।
এদিকে সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এবং সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে মামলা করেছে দুদক।
ধানমন্ডি ৫ নম্বর রোডে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুধা সদনের বাসায় বুধবার হঠাৎ অভিযানে যায় দুদক। ৫ আগস্টের পর থেকে তালাবদ্ধ বাড়িতে এই অভিযান হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের দুর্নীতির খোঁজে।
কিন্তু যে উদ্দেশ্যে যাওয়া, সেই সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব এই ঠিকানায় খুঁজে পায়নি দুদক। এছাড়া নথিতে আরও কয়েকটি স্থানের কথা বলা হলেও মেলেনি প্রতিষ্ঠানটির হদিস।
অটিজমের আক্রান্ত শিশুদের মান উন্নয়নে ২০১৪ সালে পুতুলের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় সূচনা ফাউন্ডেশন।
দুদকের অভিযোগ, ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক ফাউন্ডেশনের সদস্য করা ও অনুদান দিতে বাধ্য করা হতো। এমনকি প্রতিষ্ঠানের অনুকূলে দান করা অর্থের উপর বছরের পর বছর আয়করও মওকুফ করে জাতীয় রাজস্ব বোর্ড।
এদিন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রীসহ ৮ জনের বিরুদ্ধে উত্তরা ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৪ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক।
এছাড়া মামলা হয়েছে, বরগুনা ১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভু, তার স্ত্রীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে প্রায় ৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ৫০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
মন্তব্য করুন