
		নিজস্ব সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে আর্থিক লেনদেনের মাধ্যমে ভোটার করার প্রামাণ পাওয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ডেটা এন্ট্রি অপারেটরকে বরখাস্থ করা হয়েছে। একই সাথে তাদের গ্রেফতার করা হয়ে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনআইডির মহাপরিচালক এএসএম হুমায়ূন কবীর। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রে অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্তে ঢাকা থেকে এনআইডি উইংয়ের একটি তদন্ত দল জগন্নাথপুরে গিয়ে সার্বিক বিষয়ের প্রমাণ পেয়েছে।
তিনি জানান ঐ এলাকার ১০৬ জনকে অবৈধভাবে ভোটার করার অপচেষ্টা করা হয়েছে যারা বাংলাদেশের নাগরিক হলেও প্রবাসে থাকেন।
মন্তব্য করুন