
		নিজস্ব প্রতিবেদক: পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের। শুক্রবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এসময়, সফল ভাবে মেলা সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা জানান তিনি। বাণিজ্য মেলাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার চেষ্টা চলছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। বিকেলে মেলা সমাপ্ত ঘোষণা করা হলেও রাত ১০টা পর্যন্ত চলে মেলা। শেষ মূহুর্তে জনসমুদ্রে পরিণত হয় বাণিজ্য মেলা প্রাঙ্গন।পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯ তম আসরের। শুক্রবার রাত ১০ টায় শেষ হয় এবারের আয়োজন। শেষ দিনে ঢাকা ও আশপাশের এলাকার মানুষের পদচারনায় জনসমুদ্রে পরিনত হয় পূর্বাচল মেলা প্রাঙ্গন। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এসময়, সফল ভাবে মেলা সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা জানান তিনি। বাণিজ্য মেলাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।এদিকে পরিবার পরিজন, বন্ধুবান্ধব নিয়ে শেষদিন সকাল থেকেই ঘোরাঘুরি, কেনাকাটায় আনন্দমুখর সময় পার করেন ক্রেতা-দর্শণার্থীরা। দুপুরের পর বাড়তে থাকে জনসমাগম। আগে পছন্দ করে গেছেন এমন পণ্য কিনেছে অনেক ক্রেতা । শেষ মুহুর্তে ক্রেতা আকর্ষণে বিভিন্ন পণ্যের ওপর মূল্য ছাড় ও বিশেষ সুবিধা দেন ব্যবসায়ীরা। এবারের মেলায় বেচাকেনায় সন্তুষ্ট তারা। তবে শেষ দিনেও পছন্দের পণ্য কিনতে বাড়তি দাম গুনতে হয়েছে বলে আভিযোগ করেছেন কিছু ক্রেতা।
মন্তব্য করুন