
		নিজস্ব প্রতিবেদক : তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরসহ সাত দফা দাবিতে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচির ডাক দিয়েছেকলেজটির সাধারণ শিক্ষার্থীরা। সরকারকে আজ বিকেল ৪টা পর্যন্ত সময় দেয়া হয়েছে দাবি মেনে নেয়ার। অন্যথায় ঢাকা উত্তরে অবরোধ করবেন শিক্ষার্থীরা। এদিকে, চতুর্থ দিনের মতো অনশন কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সহ ৭ দফা দাবিতে আন্দোলন করছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার চতুর্থ দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা। অনশনে অসুস্থ হওয়ায় কয়েকজন শিক্ষার্থীকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। কলেজের মূল ফটকের বাইরে অনশনে এখনও যারা আছেন তাদের শারীরিক অবস্থাও খারাপ হচ্ছে। তিতুমীর কলেজের শিক্ষকরাও জানান তারা শিক্ষার্থীদের পাশে আছেন।
এদিকে, শুক্রবার রাতে সাধারণ শিক্ষার্থীরা ৭ দফা দাবি মেনে নিতে সরকারকে আজ শনিবার বিকেল ৪টা পর্যন্ত সময়দিয়েছে। দাবি না মানলে ঢাকা উত্তর সিটি অবরোধের ঘোষণা দিয়েছে তারা। সড়ক ও রেলপথ এর আওতায় থাকবে বলেও জানান।
প্রয়োজনে আরোও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান আন্দোলনরতশিক্ষার্থীরা।
মন্তব্য করুন