
		ক্রীড়া ডেস্ক: বিপিএল ক্রিকেটে সোমবার থেকে শুরু হবে প্লে-অফ পর্বের খেলা। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স। এদিন মাঠে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম কোয়ালিফায়ারে লড়বে ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম কিংস।
টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প ছিলোনা খুলনা টাইগার্সের। শনিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় ঢাকা ক্যাপিটাল্সকে হারিয়ে সেই হিসাব মিলিয়েছে খুলনা। ঢাকার বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে খুলনার প্লে-অফ পর্ব নিশ্চিত হওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে বিতর্কে থাকা দুর্বার রাজশাহীকে। দুই দলই ১২ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করলেও নেট রান রেটে এগিয়ে থেকে প্লে-অফ পর্বে উঠেছে খুলনা টাইগার্স। পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থেকে আগামীকাল খুলনা এলিমিনেটর ম্যাচ খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে।
লিগ পর্বে নিজেদের শেষ খেলায় ফরচুন বরিশালের বিপক্ষে চট্টগ্রাম কিংস জয় পাওয়ায় নেট রান রেটে পিছিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে এসেছে রংপুর রাইডার্স। এলিমিনেটর পর্বে জয় দিয়ে ফাইনালে খেলার আশা বাচিয়ে রাখতে চায় দুই দলই।
আগামীকাল সোমবার দিনের দ্বিতীয় খেলায় টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম কিংস। লিগ পর্বে নিজেদের ১২ম্যাচে ৯জয় দিয়ে সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার প্রথম স্থানে থেকে প্লে-অফ পর্বে লড়বে ফরচুন বরিশাল। আর নিজেদের শেষ ৩ ম্যাচে টানা জয় দিয়ে রংপুর রাইডার্সকে পিছিয়ে ফেলে চট্টগ্রাম কিংস প্লে-অফ পর্ব খেলবে দ্বিতীয় স্থানে থেকে। জয় দিয়ে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করতে মরিয়া ফরচুন বরিশাল ও চট্টগ্রাম কিংস।
মন্তব্য করুন