
		নিজস্ব সংবাদদাতা: আগামী ১৫ দিনের মধ্যে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ সংশোধন ও ইমারত নির্মাণ বিধিমালা চূড়ান্ত না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন রিহ্যাব নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রিহ্যাব সভাতি ওয়াহিদুজ্জামান বলেন, বিগত স্বৈরাচার সরকারের করা নতুন ড্যাপে ভবনের উচ্চতা কমানোয় আবাসন খাতে নতুন বিনিয়োগ থমকে গেছে।
শহরকে বিস্তৃত করতে অবকাঠামোগত সুবিধাগুলো বিকেন্দ্রীকরণ করার পরামর্শ দেন রিহ্যাব সভাপতি।
মন্তব্য করুন