
		নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বই মেলার প্রথম ‘শিশু প্রহর’ আজ। সকাল ১১টায় মেলার গেইট খোলার সাথে সাথে শিশুদের পদচারণায় মুখর হয়ে উঠে বই মেলার প্রাঙ্গণ। ছোটদের পছন্দের সব আয়োজনই রয়েছে শিশু চত্বরের স্টলগুলোতে। নানা রঙের বইয়ের মাঝে হারিয়ে গেছে কচিকাঁচারা। তবে, ছোট্ট সোনামনিদের প্রধান আকর্ষণ সিসিমপুরের আয়োজন না থাকায় মন ভেঙেছে অনেকের। অমর একুশে গ্রন্থমেলায় ‘শিশু প্রহর’ নিয়েই ছোটদের সবচেয়ে বেশি আগ্রহ। সকাল ১১টা থেকে প্রথম শিশু প্রহর শুরু হয়। অভিভাবকদের হাত ধরে সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্বরে সকাল থেকেই জড়ো হয় শিশুরা। ছোট্ট সোনামণিদের পছন্দের সব আয়োজনই রয়েছে শিশু চত্বরের স্টল গুলোতে। বই ও অন্যান্য পছন্দের জিনিস খুঁজে নিতে স্টল থেকে স্টলে ছুটছে কচিকাঁচারা।শিশুদের আনন্দ উচ্ছসিত করে বাবা-মাকেও। ছুটির দিনগুলোতে সুযোগ পেলেই প্রিয় সন্তান কে নিয়ে বই মেলায় ছুটে আসেন তারা।শিশু প্রহরে সব থেকে বড় আকর্ষণ সিসিমপুর। তবে আজ ছিল না ইকরি হালুমদের এই আয়োজন। তাই হতাশ হয়েছে মেলায় আসা ছোট্ট সোনামণিরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় আগামীকাল শনিবার সকালে শিশু প্রহর থাকবে না। মেলা শুরু হবে বিকেল ৩টায়। চলবে রাত ৯টা পর্যন্ত।
মন্তব্য করুন