
		নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীরা ইতিহাসের স্রষ্টা।
সোমবার জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধান উপদেষ্টা জানান, নতুন বাংলাদেশ সৃষ্টির পেছনে ত্যাগ স্বীকার করা এসব যোদ্ধাদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে আজ থেকে জুলাই স্মৃতি পরিদপ্তর পথচলা শুরু করেছে। নিজেদের মধ্যে বিভেদ তৈরি না করে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় সামনের দিনে নানা ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান ডক্টর মুহাম্মদ ইউনূস।
মন্তব্য করুন