
		নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতা ও পুলিশের বিরুদ্ধে গণহত্যার অপরাধে দায়ের হওয়া ৩ থেকে ৪টি মামলার রায় অক্টোবরে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, আসন্ন ঈদের পরেই ট্রাইব্যুনালে চার মাসে আগের দায়ের হওয়া ৩০০টি গণহত্যার মামলার ৪টির স্বাক্ষ্যগ্রহণ শুরু হবে। মোট ১৬টি মামলার তদন্ত কার্যক্রম শুরু করেছে প্রসিকিউশন।
ভোটার বিহীন লোক দেখানো নির্বাচনে সরকার গঠন করে সাড়ে ১৫ বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। এসব নির্বাচনে ছিলো না সব দলের অংশগ্রহণ, ছিলো না গণতন্ত্রের উপস্থিতি। এক তরফা নির্বাচনে বছরের পর বছর সরকার গঠন ও পরিচালনায় খ্যাতি লাভ করেন স্বেরাচারী সরকারের।
শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলন এক সময় রূপ নেয় এক দফায় সরকার পতনের আন্দোলনে। শুরু হয় জুলাই গণআন্দোলনে। শেখ হাসিনার নির্দেশে এ আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনী হয়ে ওঠে বেপরোয়।
গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলা ও শেখ হাসিনা সরকারের দায়ের করা গায়েবি মামলা বাতিলের বিষয়ে অগ্রগতি জানাতে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টাড. আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতা ও পুলিশের বিরুদ্ধে গণহত্যার অপরাধে দায়ের হওয়া ৩ থেকে ৪টি মামলার রায় হবে অক্টোবরে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে, তবে এটা বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটার সুস্পষ্ট লঙ্ঘন হবে।
এছাড়া শেখ হাসিনার সময়ে দায়ের হওয়া ১৬,৪২৯টি গায়েবি মামলার মধ্যে ১২১৪টি আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলেও জানান এই উপদেষ্টা।
মন্তব্য করুন