
		নিজস্ব প্রতিবেদক: ওমানের রাজধানী মাসকাটে চলমান অষ্টম ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই বৈঠকে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের চলমান টানাপোড়েনের বিষয়টি আলোচনায় উঠে আসে, যা নিরসনে ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
বৈঠকে সীমান্ত নিরাপত্তা, পানি বণ্টন, বন্যা ব্যবস্থাপনা, বাণিজ্য, ভিসাসহ দ্বিপক্ষীয় প্রায় সব বিষয়ে তারা আলোচনা করেন। একই সঙ্গে আগামী ৪ এপ্রিল ব্যাংককে আসন্ন বিমসটেক আঞ্চলিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি নিয়েও তাদের মধ্যে কথা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওমান সরকার যৌথভাবে মহাসাগরীয় সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের তত্ত্বাবধানে রয়েছে ইন্ডিয়া ফাউন্ডেশন। সম্মেলনে অন্তত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশ নেন। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীরা এই সম্মেলনে যোগ দেন।
মন্তব্য করুন